বিরাট দালান

Bankura Jamidar Bari Durga Puja: অনেক তো হল ট্র্যাডিশানাল পুজো, থিম পুজো, এই দুর্গাপুজোয় আসুন ঘুরে দেখি জমিদার বাড়ির পুজো

কুঠিয়াল সাহেবের হাত ধরে ফিরেছিল কপাল, ২০০ বছরের জমিদারবাড়ি ইতিহাস সাক্ষী হয়ে আপনারই অপেক্ষায়।
কুঠিয়াল সাহেবের হাত ধরে ফিরেছিল কপাল, ২০০ বছরের জমিদারবাড়ি ইতিহাস সাক্ষী হয়ে আপনারই অপেক্ষায়।
বাঁকুড়া শহরের খুব কাছেই রয়েছে অযোধ্যা গ্রাম। সেখানেই পেয়ে যাবেন এই সুবিশাল জমিদার বাড়ি।
বাঁকুড়া শহরের খুব কাছেই রয়েছে অযোধ্যা গ্রাম। সেখানেই পেয়ে যাবেন এই সুবিশাল জমিদার বাড়ি।
বাঁকুড়ার অযোধ্যা গ্রামের দেবোত্তর এস্টেট। রয়েছে বিরাট দালান।
বাঁকুড়ার অযোধ্যা গ্রামের দেবোত্তর এস্টেট। রয়েছে বিরাট দালান।
বাঁকুড়া শহরের খুব কাছেই ওন্দা ব্লকের অযোধ্যা গ্রামের দেবোত্তর এস্টেট এখনও দাঁড়িয়ে রয়েছে আপনার অপেক্ষায়।
বাঁকুড়া শহরের খুব কাছেই ওন্দা ব্লকের অযোধ্যা গ্রামের দেবোত্তর এস্টেট এখনও দাঁড়িয়ে রয়েছে আপনার অপেক্ষায়।
দেবত্তর এস্টেটের ম্যানেজার এবং পরিবারের সদস্য মনোহর বন্দ্যোপাধ্যায় জানান,
দেবত্তর এস্টেটের ম্যানেজার এবং পরিবারের সদস্য মনোহর বন্দ্যোপাধ্যায় জানান, “আমাদের পুজো এলাকার সবচেয়ে প্রাচীনতম। রয়েছে গভীর ইতিহাস।”
পুজোতেও আসতে পারেন আবার এক বিকেল ঘুরে গেলেও হতাশ হবেন না, ফিরে আসবেন বারবার।
পুজোতেও আসতে পারেন আবার এক বিকেল ঘুরে গেলেও হতাশ হবেন না, ফিরে আসবেন বারবার।