দুবাইয়ের মিরাকল গার্ডেন, বুর্জ খলিফা ফুটিয়ে তোলা হয়েছে 

Durga Puja 2024: দুবাইয়ের মিরাকল গার্ডেন থেকে বুর্জ খলিফা, সবের দেখা মিলছে একই মণ্ডপে

দক্ষিণ ২৪ পরগনা: শরতের মেঘলা আকাশ, শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে। সেই মতো সারা বাংলায় শুরু হয়ে গিয়েছে পুজোর প্রস্তুতি পর্ব।  বারুইপুরের দু’নম্বর ওয়ার্ডের প্রগতি সঙ্ঘের পুজো ফি বছর নজর কাড়ে সবার। দর্শনার্থীদের ভিড়ে নাজেহাল হতে হয় পুজো কমিটিকে। এবারে তারা ৩২ বছরে পা দিয়েছে।

থিম প্রকৃতির মাঝে প্রাচুর্যের সাজে। দুবাইয়ের মিরাকল গার্ডেন, বুর্জ খলিফা ফুটিয়ে তোলা হবে। দুবাইয়ের বিভিন্ন স্থাপত্য ও বাগানকে শিল্পকলার মাধ্যমে তুলে ধরা হচ্ছে। মণ্ডপের ভিতরে সবুজের সমারোহ। গাছ- গাছালি, সঙ্গে হাতি, জিরাফ ইত্যাদি থাকছে। বিমানের মাধ্যমে এই দুবাইয়ে আসতে হবে মানুষকে সেই সমস্ত বিষয়গুলি তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন:   হঠাৎ কানফাটানো বিকট শব্দ, মুহূর্তে শেষ ৭ জনের জীবন! পুজোর মধ্যেই বীরভূমে ঘটল ভয়ঙ্কর ঘটনা

পুজোর ভার্চুয়াল আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মণ্ডপে সশরীরে হাজির হয়েছিলেন দেব। দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হয়েছে।