টুকরো হরিদ্বার তৈরি করা হয়েছে পুজো মন্ডপ উপলক্ষে

Haridwar in Durga Puja: হরিদ্বার এবার শ্রীরামপুরে, দুর্গাপুজোয় দুর্গা ঠাকুর দেখতে এসে দেখে যান গঙ্গারতি

হুগলি: এবার এক টুকরো হরিদ্বার উঠে এসেছে শ্রীরামপুর নেতাজি নগর মোড়ের দুর্গা পুজোতে। হরিদ্বারের ল্যান্ডমার্ক হার কি পৌরি মন্দির ও ঘাট নির্মাণ করেছেন নেতাজি মোর সার্বজনীন। পুকুরের উপর তৈরি এই মণ্ডপ দেখলে মনে হবে যেন অবিকল হরিদ্বারে পৌঁছে গেছেন মানুষজন। রাতের বেলায় আলোর ছটার প্রতিচ্ছবি জলের মধ্যে পড়ায় অপরূপ মায়াবী পরিবেশ তৈরি করেছে গোটা মণ্ডপ জুড়ে।

হরিদ্বারের হর কি পৌরি ঘাট বিখ্যাত তাদের গঙ্গা আরতির জন্য। ঠিক একই রকম ভাবে এই মন্ডপে ও হবে গঙ্গা আরতি। তার জন্য বেনারস থেকে নিয়ে আসা হয়েছে সাত জনের বিশেষ ব্রাহ্মণ দলকে। যারা পুজোর পঞ্চমীর দিন থেকে নবমী পর্যন্ত সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি করবেন মন্ডপে দাঁড়িয়ে। সেই মোতাবেক তৈরি করা হয়েছে মঞ্চ। অবিকল যেন এক টুকরো হরিদ্বার উঠে এসেছে এই বছর নেতাজি মোর দুর্গা পূজোয়। মন্ডপের ভেতরে প্রবেশ করলে দেখা যাবে দেবী দুর্গার অপরূপ এক মূর্তি। রাতের বেলা আলোর রোশনাইতে সেই মূর্তি যেন আরও উজ্জীবিত হয়ে উঠেছে।

আরও পড়ুন – High Uric Acid: ইউরিক অ্যাসিডের দমদম দাওয়াই, পাঁইপাঁই পালাবে গাঁটের ব্যাথা, এই কয়েকটি মশলা-পাতায় কুপোকাত হবে ব্যাথা

এ বিষয়ে পুজো উদ্যোক্তা পিন্টু নাগ তিনি বলেন, গঙ্গা আরতি দেখার ইচ্ছা মানুষের মধ্যে প্রবল। তবে এখান থেকে মানুষজন হরিদ্বারে গিয়ে গঙ্গা আরতি দেখবেন তা সব সময় সম্ভব হয়ে ওঠেনা। সেই কারণে একেবারে এক টুকরো হরিদ্বার তারা তুলে এনেছেন তাদের মন্ডপ সয্যার মধ্যে। মন্ডপ টি নির্মাণ করা হয়েছে পরিবেশ বান্ধবতার কথা মাথায় রেখে। বাঁশ কাঠ প্লাইউড ও কাপড় দিয়েই তৈরি হয়েছে গোটা মন্ডপ। পূজা উদ্যোক্তারা আশাবাদী এই বছর তাদের মন্ডপ দেখার জন্য বহু সংখ্যক মানুষের ভিড় জমবে।

Rahee Halder