উত্তর দিনাজপুর: পেশায় প্রাথমিক শিক্ষক। শিক্ষাদানের পাশাপাশি নেশা রং তুলির। এবার সেই নেশার টানেই স্কুল ছুটির পর দিন রাত এক করে রং তুলির কাজে লেগে পড়েছেন কালিয়াগঞ্জের বাসিন্দা নন্দকুমার ঘোষ। বছর পঞ্চাশের এই প্রাথমিক শিক্ষক এবছর তৈরি করছেন রায়গঞ্জের অন্যতম আকর্ষণীয় অনুশীলনী ক্লাবের পুজা মন্ডপ।
কোনরকম ফাইবার প্লাস্টিক ছাড়াই শুধুমাত্র ক্যানভাস এর ওপরে ফুটিয়ে তুলছেন একের পর এক চিত্র। এবছরের অনুশীলনীর থিম “তিন পুরুষ”। বাংলা সাহিত্যের তিন পুরুষ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী,সুকুমার রায়,সত্যজিত রায়ের বিভিন্ন সাহিত্য সৃষ্টিকে সাধারণ মানুষের বিশেষত শিশুদের সামনে তুলে ধরতেই বিভিন্ন উদ্যোগ তাদের।
আরও পড়ুন: পুজোয় কোন রাশির জন্য কেমন হেয়ারস্টাইল শুভ? বলছেন জ্যোতিষী
এই থিম ভাবনাতেও যথেষ্ট প্রভাব রয়েছে শিল্পী নন্দবাবুর। দিনরাত এক করে তিনি ও তার সহযোগী ছাত্ররা ক্যানভাস এর উপরে ফুটিয়ে তুলছেন একের পর এক আকর্ষণীয় চিত্রসম্ভার। ইতিমধ্যেই প্রায় শতাধিক ছবি এঁকেছেন নন্দবাবু। শিল্পী নিজেও জানালেন যতটা সম্ভব চেষ্টা করছেন বাংলার ঐতিহ্যকে অক্ষত অক্ষুন্ন রাখতে।
পিয়া গুপ্তা