দক্ষিণ ২৪ পরগনার: ঢাকে পড়েছে কাঠি, বেজে উঠেছে শঙ্খ। ঘণ্টা আর কাঁসরের ঝনঝন শব্দ। উলুধ্বনিতে মুখরিত হচ্ছে চারপাশ। ধূপ-আগরবাতির গন্ধ মোহিত করে তুলেছে আঙিনা। কারণ আজ সকালেই ষষ্ঠী পুজোর মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব, শারদীয় দুর্গোৎসব।
আজ ষষ্ঠী। আজ কৈলাশ ছেড়ে বাপের বাড়ি পা রাখবেন উমা। আর এখন পুজো মনে থিমের চমক। চোখ ধাঁধানো একের পর থিমের পুজোগুলির কথা মাথায় এলে কলকাতা কথা মনে পড়ে। পুজোয় কলকাতাকে টেক্কা দিতে কোমর বেঁধে নেমেছে জেলার পুজোগুলি।
জেলার সেরা প্যান্ডেলগুলির মধ্যে অন্যতম জয়নগরে জয়চন্ডীতলা সার্ববজনীন দুর্গোৎসব কমিটি ৩১ তম বর্ষের এবছরের আকর্ষণ নীলকন্ঠ উত্তরাখণ্ডের নীলকন্ঠ মহাদেব মন্দিরের আদলে গড়া।
সমুদ্র মন্থনের পর মহাদেব বিষ পান করার পর এই স্থানে নিরাময় করে ছিল। সেটাকেই তুলে ধরা হয়েছে। প্রতিবছরের মত এবারও থিমের অভিনবত্ব এনে কলকাতাকে টেক্কা দিতে তৈরি জয়নগরের জয়চন্ডীতলা সার্ববজনীন দুর্গোৎসব কমিটি দুর্গাপুজোর উদ্যোক্তা।
আরও পড়ুন: বলুন তো কোন প্রাণীর দুধ থেকে ‘দই’তৈরি করা যায় না? খুব চেনা সকলের, তাও ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন
মণ্ডপ ঘিরে তুলে ধরা হয়েছে নীলকান্ত মহাদেব মন্দিরের ইতিহাস ও কিংবদন্তি। উদ্যোক্তাদের দাবী প্রতি বছরের মতনই আমাদের পুজো মণ্ডপ দর্শনার্থীদের মন জয় করে নেবে।
সুমন সাহা