মুর্শিদাবাদ: মায়াপুরের ইসকন মন্দির নির্মাণের কাজ এখন শেষের দিকে। আর সেই মায়াপুর ইসকন মন্দিরের আদলে এবার তাদের দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করল কান্দির অরবিন্দ স্পোটিং ক্লাব।
এবছর ৪৩ তম বর্ষে পদার্পণ করেছে এই পুজো। চোখ ধাঁধানো আলোকসজ্জা আর সাবেকিয়ানায় ইতিমধ্যেই নজর কেড়েছে মুর্শিদাবাদের কান্দি অরবিন্দ স্পোটিং ক্লাব। এখানকার আলো ও মণ্ডপসজ্জা দেখে মুগ্ধ দর্শনার্থীরাও ৷ পঞ্চমীর সন্ধ্যা থেকেই দর্শকদের এখানে প্রচুর ভিড় হতে শুরু করে৷
আরও পড়ুন: পুজোর কোনদিন কোন রঙের শাড়ি পরলে খুলবে ভাগ্য? বলে দিলেন জ্যোতিষী, জানুন
এই পুজোর অন্যতম উদ্যোক্তা বিধায়ক অপূর্ব সরকার বলেন, “এবছর আমরা বিশ্বশান্তির বার্তা নিয়ে হাজির হয়েছি। চারিদিকে যুদ্ধ হচ্ছে এবং কত মানুষ মারা যাচ্ছে, তাই বিশ্বশান্তির বার্তা নিয়ে আমরা এবছর বিশ্বের সবচেয়ে বড় মন্দির মায়াপুর ইসকন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করেছি।”
আরও পড়ুন: পাইলসের ব্যথায় চোখে জল আসে? পাতে রাখুন এই ক’টা খাবার, অর্শ দূর হবে! জানালেন চিকিৎসক
৪৩তম বর্ষে মায়াপুরের ইসকন মন্দিরের আদলে মণ্ডপ তৈরি করে এই পুজো চমক দিয়েছে বলাই যায় ৷ এই পুজোর বাজেট আনুমানিক প্রায় ১৬ লক্ষ টাকা ৷ মণ্ডপের দেবী প্রতিমার অপূর্ব রূপও সকলের প্রশংসা কুড়িয়েছে ৷
কৌশিক অধিকারী