পুরুলিয়া : বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সারাটা বছর গোটা বঙ্গবাসী অপেক্ষা করে এই চারটে দিনের জন্য। নতুন জামা-কাপড়, খাওয়া-দাওয়া , দেদার চলে প্যান্ডেল হপিং। শুধু বঙ্গবাসী নয় বিদেশের মাটিতেও বাঙালির এই দুর্গোৎসব যথেষ্ট জনপ্রিয়। জেলা পুরুলিয়ায় বেশ কিছু জনপ্রিয় দুর্গাপুজো রয়েছে। তার মধ্যে অন্যতম তেলকল পাড়া দুর্গাপুজো কমিটি। প্রতিবছরই নিত্য নতুন থিমের চমকে দর্শকদের মন ভরিয়ে তলে এই দুর্গাপুজো কমিটি।
আরও পড়ুন- দশমী থেকেই ঘুরছে খেলা? দ্বিগুণ দুর্যোগ…জোড়া সতর্কতা দেশে! কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
এবছর সেই ধারাকে অব্যাহত রেখেছে এই পুজো মন্ডপ। ষাট তম বর্ষে তাদের বার্তা বিশ্ব উষ্ণায়ন। এই বিষয়ে এই কমিটির সেক্রেটারি বিপুল মাহাতো বলেন , আমাদের এই পুজো প্রতিবছরই নিত্য নতুন কিছু থাকে তাই মানুষ ভিড় করে এই মন্ডপ দেখতে আসে। গাছের ভূমিকা মানুষের জীবনে কতখানি রয়েছে সেই বার্তায় পৌঁছে দিতে তাদের এ বছরের থিম।
আরও পড়ুন- সবুজ এই শাক ‘পাওয়ার হাউজ’! খেলেই কমে মানসিক চাপ, হৃদরোগ, সুগার নেমে যাবে নিমেষে!
এ বিষয়ে দর্শনার্থীরা বলেন , তাদের পুজো একেবারেই জমে উঠেছে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত তারা শহরের বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখছেন। এই তেলকল করার মন্ডপে এসে তাদের মন ভরে গিয়েছে। দুর্দান্ত থিম রয়েছে এ বছর। তাদের ভীষণই ভালো লাগছে।
আরও পড়ুন- সবুজ এই শাক ‘পাওয়ার হাউজ’! খেলেই কমে মানসিক চাপ, হৃদরোগ, সুগার নেমে যাবে নিমেষে!
বছরের এই চারটে দিন ৮ থেকে ৮০ সকল বয়সী মানুষদেবী দুর্গার আরাধনায় মেতে ওঠেন। আনন্দ হই হুল্লোড়ের মধ্যে দিয়ে চলে দুর্গোৎসব পালন। জেলা পুরুলিয়াতেও মহাসাড়ম্বরে পালিত হচ্ছে এই উৎসব।
শর্মিষ্ঠা ব্যানার্জি