আচার অনুসারে দেবী লক্ষ্মীর পুজো করলে ঘরে সমৃদ্ধি আসে। সনাতন ধর্মে ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে। এই জ্যোতিষ শাস্ত্রী হিতেন্দ্র কুমার জানিয়েছেন, ধনদেবী লক্ষ্মীকে পাঁচটি ফুল অর্পণ করলে জীবনে সুখ সমৃদ্ধি নেমে আসবে। দূর হবে অর্থকষ্ট। ঋণ-দেনা থেকে মুক্তি পাবেন অনায়াসেই। দেখে নেওয়া যাক কোন কোন ফুল গুলি দেবীকে অর্পণ করা উচিত। প্রতীকী ছবি।

Lakshmi Puja 2024: দুর্ভাগ্য পিছু ছাড়বে, টাকায়-টাকায় ভরবে জীবন, শুধু লক্ষী পুজোর দিন এই ৪টে কাজ ভুলেও করবেন না

১৬ অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো। বিশিষ্ট জ্যোতিষী পূবালী বহু শাস্ত্রী জানান, লক্ষ্মীপুজোর সময় ভুলেও এই কাজগুলো করবেন না, মা লক্ষী রুষ্ট হবেন। আর কিছুদিন পরেই প্রতিটি ঘরে ঘরে পূজিত হবেন কোজাগরী লক্ষী। এদিন মায়ের লক্ষ্মী পুজো করলে মনের বাসনা পূরণ হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।
১৬ অক্টোবর কোজাগরী লক্ষ্মী পুজো। বিশিষ্ট জ্যোতিষী পূবালী বহু শাস্ত্রী জানান, লক্ষ্মীপুজোর সময় ভুলেও এই কাজগুলো করবেন না, মা লক্ষী রুষ্ট হবেন। আর কিছুদিন পরেই প্রতিটি ঘরে ঘরে পূজিত হবেন কোজাগরী লক্ষী। এদিন মায়ের লক্ষ্মী পুজো করলে মনের বাসনা পূরণ হয় এবং ঘরে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে।
সারা বছর লক্ষীর আশীর্বাদ পেতে এই বিশেষ সময় মেনে চলতে হবে কিছু নিয়ম। তবেই বছরভর টাকায় ভরা থাকবে জীবন। জ্যোতিষী পূবালী ঘোষ শাস্ত্রী বলেন, মা লক্ষ্মীর পুজোয় ভুলেও লোহার তৈরি কোনও বাসন ব্যবহার করবেন না। লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী  যে কোনও কাজে কলাপাতা অবশ্যই ব্যবহার করুন।
সারা বছর লক্ষীর আশীর্বাদ পেতে এই বিশেষ সময় মেনে চলতে হবে কিছু নিয়ম। তবেই বছরভর টাকায় ভরা থাকবে জীবন। জ্যোতিষী পূবালী ঘোষ শাস্ত্রী বলেন, মা লক্ষ্মীর পুজোয় ভুলেও লোহার তৈরি কোনও বাসন ব্যবহার করবেন না। লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মী  যে কোনও কাজে কলাপাতা অবশ্যই ব্যবহার করুন।
লাল,গোলাপি, হলুদ কিংবা কমলা বস্ত্র পরিধান করে  লক্ষীর পুজো করুন। কালো কিংবা সাদা বস্ত্র পরবেন না।
লাল,গোলাপি, হলুদ কিংবা কমলা বস্ত্র পরিধান করে  লক্ষীর পুজো করুন। কালো কিংবা সাদা বস্ত্র পরবেন না।
লক্ষ্মী পুজার সময় কাসর ঘণ্টা ভুলেও বাজাবেন না।
লক্ষ্মী পুজার সময় কাসর ঘণ্টা ভুলেও বাজাবেন না।
লক্ষ্মী পুজোর সময় কোনওভাবেই তুলসী পাতা ব্যবহার করবেন না।
লক্ষ্মী পুজোর সময় কোনওভাবেই তুলসী পাতা ব্যবহার করবেন না।