হাওড়া: পুজো মণ্ডপে এক টুকরো রাজস্থান! বাঙালির দুর্গাপুজো মানেই থিমের উৎসব। শহর থেকে গ্রাম সর্বত্রই পুজো মণ্ডপে থিমের সাজ। পুজোর কয়েক মাস আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায়। সেইমত এবারও কলকাতার সঙ্গে তাল মিলিয়ে জেলার পুজো মণ্ডপ গুলিতে থিম সাজ। বর্তমান সময়ে পুজো মণ্ডপ মানে শিল্প ও সংস্কৃতি বাংলার ঐতিহ্য। আবার কোথাও বর্তমান সময়কে সামনে রেখে মণ্ডপের সাজ। পুজো মণ্ডপে বিভিন্ন মন্দির প্যালেস রাজবাড়ি আবার কাল্পনিক নানা থিমে মণ্ডপ সেজে ওঠে। পাশাপাশি প্রাকৃতিক বিভিন্ন বিষয়কে সামনে রেখে মণ্ডপ। থিমের মণ্ডপ সজ্জায় পুজো উদ্যোক্তাদের লক্ষ্য থাকে প্রতি বছর আলাদা বা নতুনত্ব থিম। সেই দিক থেকে হাওড়া জেলা গ্রামীণের অন্যতম আকর্ষণীয় পুজো মণ্ডপ একাব্বরপুর দক্ষিণ রায় যুবক সংঘের মণ্ডপ।
আরও পড়ুনঃ এক ‘সবজিতেই’ ঘায়েল ডায়াবেটিস! নিমেষে পাবেন ৭ ঘোড়ার শক্তি, আর যা-যা হবে…কল্পনাও করতে পারবেন না
এই পুজো মণ্ডপের মূল লক্ষ্য হল তুলনামূলক কম বাজেটে নতুনত্ব থিম দর্শনার্থীদের কাছে তুলে ধরা। এভাবেই বিগত কয়েক বছর দারুণভাবে জনপ্রিয়তা পেয়ে আসছে এই পুজো। গত বছরের ‘লাইব্রেরি’ থিম দারুণভাবে মন জয় করেছিল মানুষের। এবার সম্পূর্ণ ভিন্ন ছবি একব্বরপুর দক্ষিণরায় যুবক সংঘের মণ্ডপে। এবার রাজস্থানের শিল্প সংস্কৃতি ও গ্রামের ছবি ফুটে উঠেছে পুজো মণ্ডপে।
অধিকাংশ পুজো মণ্ডপ বাংলার শিল্প সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে সামনে রেখে সেজে ওঠে। ভারতবর্ষ ও নানা বৈচিত্রের দেশ। অন্য প্রান্তের শিল্প-সংস্কৃতির যেমন শ্রদ্ধাশীল তেমনি তাঁর প্রতি আগ্রহী। তেমনি দেশের পশ্চিম অংশের শিল্প সংস্কৃতির প্রতি এই বাংলার মানুষের টান বা আগ্রহ দীর্ঘদিনের। তাই সুযোগ পেলে বাংলার মানুষ সেখানে ছুটে যান। রাজস্থানের প্রকৃতি ঐতিহ্য বাঙালির মন মুগ্ধ করে। সেই দিক থেকে, উৎসবের মেজাজে রাজস্থানের শিল্প-সংস্কৃতির সঙ্গে পরিচয় এর সুযোগ। তাতে দারুন উৎসাহিত দর্শনার্থী। হাওড়া জেলা গ্রামীণ জগৎবল্লভপুর একব্বরপুর দক্ষিণরায় যুবক সংঘের পুজো মণ্ডপে রাজস্থানের ছবি। সাধারণ দর্শনার্থীদের জন্য মণ্ডপের দ্বার খোলা থেকে দারুন উৎসাহিত মানুষ।
উদ্যোক্তাদের কথায় জানা যায়, এই মণ্ডপ সম্পূর্ণ পরিবেশ বান্ধব জিনিসে তৈরি প্রায় দুই মাস চেষ্টায় এই মণ্ডপ পূর্ণতা পেয়েছে। বিভিন্ন মডেল নানা ছবি এবং রাজস্থানের বিশেষ আকর্ষণ উট। সমস্ত বিষয়কে পুঙ্খানুপু ভাবে সামনে রেখে সেজেছে এই মণ্ডপ।
রাকেশ মাইতি