ইঁদুর ছোট হলেও বিরক্ত করে অনেকটা বেশি! বাড়ির অনেক জিনিস কেটে কুটে শেষ করে দেয়৷ ফলে বাড়ি থেকে ইঁদুর কীভাবে তাড়াবেন, তা নিয়ে চিন্তায় থাকেন গৃহিনীরা৷ এবার সেই ৫ ব্রহ্মাস্ত্র আপনার হাতের মুঠোয়ে৷

Rat Control Tips: পাই পাই করে পালাবে ‘নেংটি’! ৫টি ব্রহ্মাস্ত্রে বাড়ি ধার কাছে ঘেঁষতে পারবে না ইঁদুর, আপনি হাঁফ ছেড়ে বাঁচবেন

ইঁদুর ছোট হলেও বিরক্ত করে অনেকটা বেশি! বাড়ির অনেক জিনিস কেটে কুটে শেষ করে দেয়৷ ফলে বাড়ি থেকে ইঁদুর কীভাবে তাড়াবেন, তা নিয়ে চিন্তায় থাকেন গৃহিনীরা৷ এবার সেই ৫ ব্রহ্মাস্ত্র আপনার হাতের মুঠোয়ে৷
ইঁদুর ছোট হলেও বিরক্ত করে অনেকটা বেশি! বাড়ির অনেক জিনিস কেটে কুটে শেষ করে দেয়৷ ফলে বাড়ি থেকে ইঁদুর কীভাবে তাড়াবেন, তা নিয়ে চিন্তায় থাকেন গৃহিনীরা৷ এবার সেই ৫ ব্রহ্মাস্ত্র আপনার হাতের মুঠোয়ে৷
“ইঁদুর মারতে গোলমরিচের জুড়ি নেই।বাড়িতে ইঁদুরের বাসস্থানে গোলমরিচ রেখে দেখুন তো, ইঁদুর মরবেই। গোলমরিচের কটু গন্ধে শ্বাস নিলে ইঁদুরের ফুসফুসে তা প্রভাব ফেলে। এর ফলে ইঁদুর মারা যায়।”
“ফিটকিরির গন্ধ সহ্য করতে পারে না ইঁদুর। তাই ফিটকিরি গুঁড়ো করে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি, সেখানে ছিটিয়ে দিতে হবে। এর পাশাপাশি জলে ফিটকিরি পাউডার মিশিয়ে স্প্রে করলেও রেহাই মেলে।”
“ইঁদুর তাড়াতে মাথার চুল বেশ কার্যকর। চুল মুখে গেলে বা পায়ে জড়িয়ে গেলে ইঁদুরের মৃত্যু অবধারিত। তাই ইঁদুর তাড়াতে রাতের বেলা আপনার ঘরের মেঝেতে ও ইঁদুরের প্রিয় জায়গাগুলোতে চুল ফেলে রাখতে পারলে ভাল।”
“পেপারমিন্টের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না ইঁদুর। ফলে তাদের জব্দ করতে পেপারমিন্ট অয়েলের সাহায্য নেওয়া যেতেই পারে। বাড়ির বিভিন্ন স্থানে তাই পেপারমিন্ট অয়েল স্প্রে করা যেতে পারে। এক রাতের মধ্যেই ঘর ছেড়ে পালাবে ইঁদুর।”
“জানেন কি, এই কর্পূরই ইঁদুরের হাত থেকে মুক্তি দিতে পারে। এর জন্য উপদ্রপ স্থানে কর্পূরের টুকরো রেখে দিতে হবে। কর্পূরের তীব্র গন্ধে একেবারে দমবন্ধ হয়ে আসে ইঁদুরদের। তাই খুদে এই প্রাণীর উপদ্রব বাগে আনতে কর্পূরকে সেরা বিকল্প বলা যেতে পারে।”