দুটি মোরগ লড়াইয়ের জন্য হচ্ছে প্রস্তুত

Nadia News: মোরগদের মধ্যে তুমুল লড়াই! একজন তিনজনকে আহত করলেই ১০ হাজার টাকা পুরস্কার

নদিয়া: আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে মোরগ লড়াই এর আয়োজন নদিয়ার কল্যাণী গয়েশপুরে। চারিদিকে যখন দুর্গা পুজোর প্রতিমা নিরঞ্জন। ঠিক তার মাঝেই আদিবাসী সম্প্রদায়ের বিশেষ অনুষ্ঠান এই মোরগ লড়াই। ৫০ বছর বেশি সময় ধরে হয়ে আসছে দুর্গা পুজোর পরে মোরগ লড়াই।

যদিও এই অনুষ্ঠানে রয়েছে বিশেষ নিয়ম। সকাল সাত টা থেকে দুপুর ১১ টা পর্যন্ত হয় প্রতিযোগিতা। মোরগ লড়াই যখন হবে তখন যে মোরগ তিনটে অন্য মোরগকে মারতে পারবে তাকে ১০ হাজার টাকা পুরস্কৃত করা হয়। উদ্যোক্তারা জানাচ্ছেন পূর্ব পুরুষ থেকে এই অনুষ্ঠান হচ্ছে। তবে যেহুতু দুর্গাপুজোর সময় সমস্ত জায়গায় সরকারি ছুটি তাই এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ Siliguri News: দুই বঙ্গ সন্তানের অনন্য নজির! বাংলা থেকে প্রথম হল এমনটা! জানলে গর্বিত হবেন আপনিও

প্রসঙ্গত, ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। চারিদিকে বিষাদের সুর। জেলা বেশিরভাগ জায়গাতেই সোমবারের মধ্যে সমস্ত প্রতিমা নিরঞ্জন এর অর্ডার জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। দশমীর পর থেকেই বিজয়ার উৎসব বেশ কিছু ক্লাবে আয়োজন করা হয়। কোথাও সাংস্কৃতিক অনুষ্ঠান। কোথাও অর্কেস্ট্রা মিউজিক, কোথাও বা বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে বিজয়ার উপলক্ষে। ঠিক তেমনই আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে মোরগ লড়াইয়ের আয়োজন করা হয়।

Mainak Debnath