উত্তরবঙ্গ, পাঁচমিশালি, শিলিগুড়ি Vastu Tips: বাড়িতে একের পর এক অঘটন? বাথরুমে লাল বালতি নেই তো? যা বলছেন বিশেষজ্ঞ Gallery October 14, 2024 Bangla Digital Desk বাথরুম কখনওই দক্ষিণ, দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম দিকে তৈরি করা উচিত নয়। এতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ওপর খারাপ প্রভাব পড়ে। যদি বাথরুম ইতিমধ্যেই এই দিকে তৈরি করা হয়, তবে এর কাছে একটি কালো বস্তু রাখুন। তাতে এর নেতিবাচক প্রভাবগুলি দূর হয়ে যাবে। বাথরুমের দরজা উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত। এছাড়া বাথরুমে লোহার পরিবর্তে কাঠের দরজা লাগান। দরজায় দেব-দেবীর ছবি লাগাবেন না। বাথরুমের দরজা সবসময় বন্ধ রাখতে হবে। বাস্তু অনুসারে, রান্নাঘরের সামনে বা পাশে বাথরুম থাকা উচিত নয়। বাথরুমের টয়লেট সিট সবসময় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিকে থাকা উচিত। দক্ষিণ দিকে স্নানের টব বা শাওয়ার বসানোর চিন্তা বাদ দিন। বাথরুমে সবসময় হালকা রং ব্যবহার করুন। বাদামি এবং সাদা রং বাথরুমের জন্য শুভ মনে করা হয়। বাথরুমে নীল রঙের টব বা বালতি রাখা শুভ বলে মনে করা হয়। বাথরুমে কালো ও লাল রঙের বালতি বা টব একেবারেই ব্যবহার করা যাবে না। বায়ু চলাচলের জন্য প্রতিটি বাথরুমে একটি জানলা থাকা প্রয়োজন। জানলা দিয়ে নেতিবাচক শক্তি বেরিয়ে যায় বলে মনে করা হয়।