ছবি প্রতিকী 

Bee and Wasp Stings: মৌমাছি বা বোলতা হুল ফোটালে কী করবেন? জ্বালা এবং ফোলা কমাতে দুর্দান্ত কার্যকর এই ঘরোয়া প্রতিকার

মৌমাছি বা বোলতার হুলের ভয় পান না এমন ব্যক্তি কম আছে। এর হুল বিপজ্জনক না-হলেও অনেক ক্ষেত্রে মৌমাছির বিষ অত্যন্ত যন্ত্রনাদায়ক। কয়েকটি ঘরোয়া উপায়ে মিলতে পারে সমাধান।
মৌমাছি বা বোলতার হুলের ভয় পান না এমন ব্যক্তি কম আছে। এর হুল বিপজ্জনক না-হলেও অনেক ক্ষেত্রে মৌমাছির বিষ অত্যন্ত যন্ত্রনাদায়ক। কয়েকটি ঘরোয়া উপায়ে মিলতে পারে সমাধান।
মৌমাছি বা বোলতা হুল ফোটালে তা তুলে ফেলুন। ধীরে ধীরে হুলের উপরে এবং পাশে আঙুল বোলান, ও তারপর সাবধানে উঠিয়ে নিন।
মৌমাছি বা বোলতা হুল ফোটালে তা তুলে ফেলুন। ধীরে ধীরে হুলের উপরে এবং পাশে আঙুল বোলান, ও তারপর সাবধানে উঠিয়ে নিন।
চিকিৎসক সাহেব আলী জানান, হুল ফোটানোর পর সেই স্থানে গরম লেগে জ্বালা করে এবং লাল হয়ে ফুলে যায়। হুল ফোটানোর পর আক্রান্ত স্থানটিতে বরফ ঘষুণ। কিছুক্ষণ পর সেখানে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগান।
চিকিৎসক সাহেব আলী জানান, হুল ফোটানোর পর সেই স্থানে গরম লেগে জ্বালা করে এবং লাল হয়ে ফুলে যায়। হুল ফোটানোর পর আক্রান্ত স্থানটিতে বরফ ঘষুণ। কিছুক্ষণ পর সেখানে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগান।
মৌমাছি কামড়ের ব্যাবহার করতে পারেন মধু। এতে উপস্থিত অ্যান্টি ব্যাক্টিরিয়াল উপাদান সংক্রমণের ঝুঁকি কম করে।
মৌমাছি কামড়ের ব্যাবহার করতে পারেন মধু। এতে উপস্থিত অ্যান্টি ব্যাক্টিরিয়াল উপাদান সংক্রমণের ঝুঁকি কম করে।
মৌমাছির কামড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র যন্ত্রণা। আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। জ্বলন কমার পাশাপাশি মৌমাছির বিষও দূর করবে এটি।
মৌমাছির কামড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র যন্ত্রণা। আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। জ্বলন কমার পাশাপাশি মৌমাছির বিষও দূর করবে এটি।
হুল ফোটানোর পর সেই স্থানে বরফ ঘষুন বেশি করে। কিছুক্ষণ ঠান্ডা শেঁক দেওয়ার পর, অ্যান্টিবায়োটিক ক্রিম লাগান।
হুল ফোটানোর পর সেই স্থানে বরফ ঘষুন বেশি করে। কিছুক্ষণ ঠান্ডা শেঁক দেওয়ার পর, অ্যান্টিবায়োটিক ক্রিম লাগান।