প্রযুক্তি JioBharat V3 and V4: বাজারে এল Jio-র নতুন ২টি ফোন ‘জিও ভারত’ V3 এবং V4, দাম শুনলে চমকে যাবেন! Gallery October 16, 2024 Bangla Digital Desk ভারতীয় গ্রাহকদের জন্য দারুণ সুখবর। আসলে যাঁরা সাধ্যের মধ্যে দারুণ ফোন কিনতে চাইছেন, তাঁদের জন্য দারুণ সুযোগ করে দিচ্ছে Reliance Jio। আসলে সম্প্রতি নিজেদের JioBharat সিরিজে আরও ২টি নতুন ফোনের মডেল যোগ করেছে Reliance Jio। আর নতুন এই দুই মডেলের নাম JioBharat V3 এবং V4। তবে এর আগে গত বছর অর্থাৎ ২০২৩ সালে বাজারে এসেছিল JioBharat V2। আর ৪জি ফিচারবিশিষ্ট এই ফোনগুলি আসার ফলে গ্রাহকদেরও দারুণ সুবিধা হবে। বিশেষ করে ২জি ব্যবহার করা লক্ষ লক্ষ গ্রাহক ডিজিটাল দুনিয়ায় পদার্পণ করার সুযোগ পেয়ে যাবেন। আর সবথেকে বড় কথা হল, উভয় ফোনের দামও বেশ সাধ্যের মধ্যেই ডিজাইন এবং দামের উপর জোর দিয়েছে সংস্থা: JioBharat V3-এর ডিজাইন স্লিক এবং আধুনিক। মূলত এগুলি স্টাইল-ফোকাসড ফিচার ফোন। যাঁরা ফোনের কার্যকারিতার উপর জোর দেন, তাঁদের জন্য একেবারেই আদর্শ এই JioBharat V3। ফ্যাশন এবং প্রযুক্তির মিশেল হতে চলেছে এটি। অন্যদিকে আবার JioBharat V4-এর বৈশিষ্ট্য মিনিমালিস্টিক ডিজাইন এবং প্রিমিয়াম কোয়ালিটি। উভয় মডেলেই রয়েছে Jio-র এক্সক্লুসিভ সার্ভিস, যা ব্যবহারকারীদের ডিজিটাল অভিজ্ঞতা প্রদান করবে গ্রাহকদের। এই এক্সক্লুসিভ পরিষেবাগুলির মধ্যে অন্যতম হল: JioTV: ব্যবহারকারীদের ৪৫৫টি লাইভ টিভি চ্যানেলের উপর অ্যাক্সেস থাকবে। যা তাঁদের প্রিয় শো, নিউজ এবং স্পোর্টস সংক্রান্ত বিষয়ে আপডেটেড থাকতে সাহায্য করবে। JioCinema: এটা এমন একটা প্ল্যাটফর্ম, যেখানে প্রচুর মুভি, ভিডিও এবং স্পোর্টস কন্টেন্ট দেখতে পাবেন গ্রাহকরা। JioPay: UPI-এর সঙ্গে ইন্টিগ্রেটেড। থাকবে ইন-বিল্ট সাউন্ড বক্স। JioPay-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন খুবই সহজ হয়ে উঠবে। মোট কথা, আর্থিক লেনদেনের অগ্রগতি ঘটবে। JioChat: এটা মূলত একটা কমিউনিকেশন টুল। যা আনলিমিটেড ভয়েস মেসেজিং, ফটো শেয়ারিং এবং গ্রুপ চ্যাটে সহায়তা প্রদান করবে। ফলে প্রিয়জনের সঙ্গে সহজেই যোগাযোগ বজায় রাখতে পারবেন গ্রাহকরা। মূল ফিচার: JioBharat V3 এবং V4 উভয় ফোনেই রয়েছে ১০০০ mAh ব্যাটারি। সারা দিন ধরে ব্যবহার করা যাবে ফোন। অর্থাৎ এই ফোনের ব্যাটারি বেশ দীর্ঘস্থায়ী। এই ফোনের স্টোরেজও দারুণ। ১২৮ জিবি এক্সপ্যান্ডেবল স্টোরেজ সাপোর্ট করে উভয় ফোনই। ফলে একগুচ্ছ অ্যাপ, ছবি এবং ভিডিও স্টোর করার জন্য থাকবে প্রচুর স্পেস। এর পাশাপাশি ২৩টি ভারতীয় ভাষা থাকছে। যা দেশের প্রচুর ব্যবহারকারীর জন্য সুবিধা এনে দেবে। মূল্য এবং কোথায় পাওয়া যাচ্ছে: JioBharat সিরিজের মূল চমকপ্রদ বিষয় হল – এর দাম। V3 এবং V4-এর দাম মাত্র ১০৯৯ টাকা। উভয় ডিভাইসেই মিলবে ১২৩ টাকার মাসিক রিচার্জ প্ল্যান। এর মধ্যে অন্যতম হল আনলিমিটেড ভয়েস কল এবং ১৪ জিবি ডেটা। JioBharat প্রায় ৪০ শতাংশের কাছাকাছি সেভিংসের সুযোগ দিচ্ছে। খুব শীঘ্রই সমস্ত রিটেল আউটলেটে পাওয়া যাবে JioBharat V3 এবং V4। সেই সঙ্গে JioMart এবং Amazon-এ অনলাইনেও এই দুই ফোন কিনতে পারবেন ব্যবহারকারীরা।