প্রযুক্তি General knowledge: iPhone ব্যবহার করেন? স্ক্রিনে সবুজ ও কমলা রঙের ডট-এর অর্থ কী জানেন? Gallery October 18, 2024 Bangla Digital Desk iPhone-এর ডিসপ্লেতে সবুজ অথবা কমলা রঙের ছোট্ট ছোট্ট ডট হয়তো অনেকেই দেখেছেন। কিন্তু এই বিষয়ে অধিকাংশ মানুষ জানেন না। কিন্তু এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। সহজ ভাষায় বলতে গেলে, কোনও অ্যাপ অথবা সার্ভিস সক্রিয় ভাবে যদি মাইক্রোফোন এবং ক্যামেরা অ্যাক্সেস করার চেষ্টা করে, তাহলে এই ডটগুলি ইন্ডিকেটর হিসেবে সেই বিষয়টাকে শনাক্ত করতে সাহায্য করে। অডিও রেকর্ডারের মতো কোনও অ্যাপ, যা শুধুমাত্র অন থাকা অবস্থায় মাইক্রোফোন ব্যবহার করে, তখন iPhone দেখাবে কমলা রঙের ডট। আবার এমন কোনও অ্যাপ যা অ্যাক্টিভ অবস্থায় ক্যামেরা ব্যবহার করে, তখন iPhone-এর ডিসপ্লের একেবারে উপরে সবুজ রঙের ডট দেখা যাবে। একই ভাবে যখন কোনও অ্যাপ মাইক্রোফোন এবং ক্যামেরা উভয়ই ব্যবহার করে, তখন শুধুমাত্র সবুজ ডট ভেসে ওঠে। iOS 14-র রিলিজের সঙ্গে সঙ্গে এই ফিচারটিও প্রকাশ্যে এনেছে Apple। আর এই ফিচার পাওয়া যায় সমস্ত আধুনিক iPad এবং Mac-এ। যেখানে iPadOS এবং macOS-এর লেটেস্ট ভার্সন চলে। কিন্তু এই ফিচারটি কি অফ করা সম্ভব। একেবারেই না। আসলে নিজের iPhone-এ কমলা কিংবা সবুজ ডটের উপস্থিতি ডিজেবল করা সম্ভব নয়। যদিও তার পরিবর্তে ব্যবহারকারী অ্যাক্সেসের সীমা বেঁধে দিতে পারেন। এর জন্য নির্দিষ্ট কিছু অ্যাপে ক্যামেরা অথবা মাইক্রোফোনের অ্যাক্সেস বেঁধে দেওয়া যেতে পারে সেটিংস, প্রিভেসি এবং সিকিউরিটি মেন্যু থেকে। আসলে ক্যামের আর মাইক্রোফোনের রিয়েল-টাইম অ্যাক্টিভিটি এবং এর ব্যবহার সম্পর্কে ব্যবহারকারীদের তথ্য দেবে এই ফিচার। ফলে ব্যবহারকারীদেরও অনেক সুবিধা হয়। এর পাশাপাশি এই ফিচারের মাধ্যমে এমন কোনও অবৈধ অ্যাপ শনাক্ত করা সম্ভব, যেগুলি গোপনে ব্যবহারকারীর iPhone-এর হার্ডওয়্যার অ্যাক্সেস করছে।কিন্তু প্রশ্ন হচ্ছে, এতে কি ব্যাটারি চলে যায়। খুব একটা বেশি নয়। বেশিরভাগ আধুনিক iPhones-এ থাকে OLED স্ক্রিন। এই ইন্ডিকেটরগুলি শুধুমাত্র স্ক্রিনে পিক্সেল আলোকিত করে। যার জেরে ব্যাটারি ড্রেন আউট হতে শুরু করে। অন্য কেউ যদি ব্যবহারকারীর iPhone নিয়ন্ত্রণ করেন, তাহলে এই ইন্ডিকেটরগুলি ব্যবহারকারীর জন্য ত্রাতা হয়ে উঠবে। iPhone না ব্যবহার করা সত্ত্বেও যদি ইন্ডিকেটরগুলি অ্যাক্টিভ থাকে, তাহলে বুঝতে হবে যে, দূরে বসে কেউ কোনও অ্যাপ অথবা পরিষেবার মাধ্যমে সেই ব্যবহারকারীর iPhone অ্যাক্সেস করছেন। যদিও ভারতে iPhone-গুলিতে স্পুফিং অ্যাপ সাইডলোড করা অসম্ভব, তবে iPhone-এ অ্যাক্সেস পাওয়ার অন্যান্য উপায় রয়েছে। নিজের iPhone-এর হোমস্ক্রিনে সবুজ অথবা কমলা ইন্ডিকেটর দেখা যায়, তাহলে বুঝতে হবে যে, কেউ কোনও অ্যাপ অথবা পরিষেবার মাধ্যমে এই ফিচারগুলি ব্যবহার করবে। সেই অ্যাপ অথবা সার্ভিসকে নিজের Privacy & Security সেটিংস থেকে চেক করতে পারবেন। এরপর সেটাকে iPhone রিমুভ অথবা ডিজেবল করে দিতে হবে।