ডায়মন্ড হারবার: খুব শীঘ্রই পরিশ্রুত পানীয় জল পৌঁছাবে ডায়মন্ড হারবার মহাকুমা এলাকার বিভিন্ন জায়গায়। যা নিয়ে খুশি সকলেই। এই কাজ প্রায় শেষের দিকে। ডোঙারিয়া থেকে এই জল আসবে। এ নিয়ে ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস জানিয়েছেন, কাজ জোরকদমে চলছে। শুধু পানীয় জল পৌঁছে দেওয়া নয়, ডায়মন্ড হারবারের বৃষ্টির জমা জল বের করার পরিকল্পনা করা হয়েছে। শহরের চারিদিকে যে নিকাশী খাল রয়েছে তা পরিষ্কার করা হবে।
আরও পড়ুন: বাঁধে কাজ চলাকালীন তলিয়ে গেল জেসিবি! সুন্দরবনে সঠিক উপায়ে সংস্কারের দাবি স্থানীয়দের
এর সঙ্গে ডায়মন্ড হারবারে চারটি জ্যাক পুশ বসছে। যা জল ঠেলে বাইরের দিকে বের করে দেবে। সব মিলিয়ে জলের সবরকম সমস্যার সমাধান হবে দ্রুত। পানীয় জল পরিশুদ্ধ রাখতে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এই কাজগুলি শেষ হলে ডায়মন্ড হারবার শহর শুধু নয়। ডায়মন্ড হারবার মহাকুমা এলাকার মানুষজন উপকৃত হবেন। যার জেরে খুশি সকলেই। এই কাজ শেষের পর ডায়মন্ড হারবার অন্যান্য এলাকার থেকে পানীয় জলের সমস্যা সমাধানে দৃষ্টান্ত হয়ে থাকবে তার আর বলার অপেক্ষা রাখেনা।
নবাব মল্লিক