Tag Archives: dimond harbour

World No Tobacco Day: তামাকমুক্ত বিশ্ব গড়তে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার বিশেষ উদ্যোগ

ডায়মন্ড হারবার: তামাকমুক্ত বিশ্ব গড়তে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা গ্রহণ করল বিশেষ উদ্যোগ। এবছর তারা “বন্ধ কর তামাক সেবন, রক্ষা কর শিশুর জীবন” এই বার্তাই দিচ্ছে। মূলত ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস। সারাদেশের সঙ্গে তাল মিলিয়ে দক্ষিণ ২৪ পরগনাতেও পালন করা হয় এই দিনটি।তামাক এবং তামাকজাত দ্রবের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সাধারণ মানুষজনকে সচেতন করতে এই দিনটি প্রতিবছর পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ‍্যোগে ১৯৮৭ সালে প্রথম এই দিনটি পালন করা হয়। তারপর থেকে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। বিশ্বের তামাকজনিত মৃত্যুর ৬ ভাগের একভাগ ভারতেই ঘটে। আর সেই মৃত্যুর হার কমাতেই এই বিশ্ব তামাকবিরোধী দিবস পালন করা হয়।

আরও পড়ুন: নির্বাচনের আগেই ময়দানে নেমেছে বাঘু, দেখুন দক্ষিণ ২৪ পরগণার ভোট উৎসবের বর্ণময় চিত্র

দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবার স্বাস্থ্যজেলার পক্ষ থেকে এই উপলক্ষে প্রচার চালানো হয়। বেশ কিছু জায়গায় বের হয় র‍্যালি। যদিও সারাবছর এই নিয়ে প্রচার করে থাকে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার কর্মীরা। এ নিয়ে ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলার এক প্রতিনিধি সিন্ধু বেরা জানান, নিরন্তর প্রচারের মাধ্যমে তামাকজাত দ্রব্যের ক্ষতিকারক প্রভাব নিয়ে সকলকে সচেতন করাই লক্ষ্য আমাদের। এবছরের লক্ষ্য তামাজাত দ্রব্যের প্রভাব থেকে শিশুদের রক্ষা করা এই নিয়েই আমরা কাজ করছি। লক্ষ্য একটাই তামাকমুক্ত পৃথিবী‌ গড়া।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক

Lok Sabha Election 2024: ভোটকেন্দ্রে যেতে অক্ষম ৪হাজার ভোটার! বাড়িতেই ভোট নিচ্ছে প্রশাসন

দক্ষিণ ২৪ পরগনা: লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট রয়েছে দক্ষিণ ২৪ পরগনায় অর্থাৎ ১ জুন। কিন্তু তার আগেই ডায়মন্ড হারবার মহাকুমায় ৪হাজার ভোটারের বাড়িতেই ভোটদানের ব্যবস্থা করেছে প্রশাসন।সুন্দরবনের প্রত্যন্ত এলাকা হোক বা শহরতলি মহাকুমা জুড়েই চলছে এই নির্বাচন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোট কর্মীরা বাড়িতে এসে ভোট নেওয়ায় খুশি ভোটাররাও। কিন্তু ১জুনের আগেই কারা পাচ্ছে এই সুবিধা। প্রশাসন সূত্রে খবর, বয়সের কারণে যারা একেবারে ভোটগ্রহণ কেন্দ্র পর্যন্ত যেতে পারবেন না। অথবা যারা বিশেষভাবে সক্ষম ব্যক্তি, ভোটগ্রহণ কেন্দ্র পর্যন্ত যেতে সক্ষম হবেন না তাদের জন্য ভোটের আগেই এই ব্যবস্থা করা হয়েছে।শুধুমাত্র সুন্দরবন এলাকায় নয় ডায়মন্ডহারবার তথা দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে এই পক্রিয়া চলছে।

আরও পড়ুন:  এ বার সৃজন ক্রিকেটার অবতারে! ভোট যুদ্ধে চলছে অভিনব প্রচার

এরজন্য আগে থেকেই বিশেষভাবে সক্ষম ব্যক্তি, বয়স্ক ব্যক্তি এদের তালিকা প্রস্তুত করেছিল সংশ্লিষ্ট বিএলও-রা, সেই তালিকা বিডিও অফিসে জমা পড়ার পর, সেগুলিকে খুটিয়ে দেখে তালিকা প্রস্তুত করা হয়েছিল। এই তালিকায় শুধুমাত্র ডায়মন্ড হারবার মহাকুমাতেই প্রায় ৪০০০ ভোটারের ভোট বাড়িতে গিয়েই নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ডায়মন্ডহারবারের মহাকুমা শাসক অঞ্জন ঘোষ।বাড়িতে যাওয়ার পর ওই সমস্ত ব্যক্তিদের ব্যালটে ভোট নেওয়া হচ্ছে। এরপর কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে সেগুলিকে নিয়ে ডিসিআরসিতে যাচ্ছেন তাঁরা। এভাবে বাড়িতে এসে ভোট নেওয়ায় খুশি সকলেই।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

নবাব মল্লিক