ভিয়েতনামি বারোমাসি মাল্টা চাষ

High profit agriculture News: ফল নয় যেন টাকার গাছ! এক ফল চাষ করেই মালামাল কৃষক, খরচ কম, ফলন দ্বিগুন

দক্ষিণ দিনাজপুর: গতানুগতিক চাষের বাইরে গিয়ে ভিয়েতনামি মাল্টা চাষ করে ব্যাপক লাভের মুখ দেখছেন মিঠু বর্মণ। বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের তালমন্দিরা গ্রামের চাষি মিঠু বর্মণ বিগত কয়েক বছর ধরে এক বিঘা জমির উপর বারোমাসি মাল্টা চাষ করে রীতিমতো তাক লাগাচ্ছেন। বাগানের উপযোগী ফলের মান ভাল রাখতে নিচ্ছেন বাড়তি পরিচর্যা, ফল বিক্রিতে লাভও যথেষ্ট।
দক্ষিণ দিনাজপুর: গতানুগতিক চাষের বাইরে গিয়ে ভিয়েতনামি মাল্টা চাষ করে ব্যাপক লাভের মুখ দেখছেন মিঠু বর্মণ। বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের তালমন্দিরা গ্রামের চাষি মিঠু বর্মণ বিগত কয়েক বছর ধরে এক বিঘা জমির উপর বারোমাসি মাল্টা চাষ করে রীতিমতো তাক লাগাচ্ছেন। বাগানের উপযোগী ফলের মান ভাল রাখতে নিচ্ছেন বাড়তি পরিচর্যা, ফল বিক্রিতে লাভও যথেষ্ট।
মাল্টা ফলের পাইকারি মূল্য কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা। চাহিদা অনুযায়ী এই ফল বাইরেও রফতানি করা হয়। তাই মিঠুবাবু বর্তমানে অন্যান্য চাষের পাশাপাশি মাল্টা চাষে ব্যাপকভাবে জোর দিয়েছেন। এমনকি, বাগানে মানবদেহে ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক বা সার ব্যবহার না করে, ভেষজ কীটনাশক তৈরি করে পোকামাকড় দমন করা হয়।
মাল্টা ফলের পাইকারি মূল্য কেজি প্রতি ৭০ থেকে ৮০ টাকা। চাহিদা অনুযায়ী এই ফল বাইরেও রফতানি করা হয়। তাই মিঠুবাবু বর্তমানে অন্যান্য চাষের পাশাপাশি মাল্টা চাষে ব্যাপকভাবে জোর দিয়েছেন। এমনকি, বাগানে মানবদেহে ক্ষতিকারক রাসায়নিক কীটনাশক বা সার ব্যবহার না করে, ভেষজ কীটনাশক তৈরি করে পোকামাকড় দমন করা হয়।
বর্তমানে তাঁর এই চাষে অনুপ্রাণিত হয়ে বেশ কিছু মানুষও চিরাচরিত চাষ বাদ দিয়ে এই ধরনের মাল্টা চাষ শুরু করেছে। এমনকি মিঠুবাবুর দাবি, এই ফলের চাষ কেউ যদি মনোযোগ সহকারে করে, তাহলে প্রচুর পরিমাণে লাভের মুখ দেখবে এই বিষয়ে কোন সন্দেহ নেই।
বর্তমানে তাঁর এই চাষে অনুপ্রাণিত হয়ে বেশ কিছু মানুষও চিরাচরিত চাষ বাদ দিয়ে এই ধরনের মাল্টা চাষ শুরু করেছে। এমনকি মিঠুবাবুর দাবি, এই ফলের চাষ কেউ যদি মনোযোগ সহকারে করে, তাহলে প্রচুর পরিমাণে লাভের মুখ দেখবে এই বিষয়ে কোন সন্দেহ নেই।
 চিরাচরিত চাষের বাইরে গিয়ে এই চাষ শুরু করার পর সেভাবে কোনও অভিজ্ঞতা না থাকার ফলে প্রথম অবস্থায় একটু সমস্যায় পড়তে হয়। কিন্তু সেই সমস্যা আসতে আসতে কাটিয়ে আগামী দিনে এই চাষ আরও বৃহৎ আকারে করার পরিকল্পনা রয়েছে মিঠুবাবুর।
চিরাচরিত চাষের বাইরে গিয়ে এই চাষ শুরু করার পর সেভাবে কোনও অভিজ্ঞতা না থাকার ফলে প্রথম অবস্থায় একটু সমস্যায় পড়তে হয়। কিন্তু সেই সমস্যা আসতে আসতে কাটিয়ে আগামী দিনে এই চাষ আরও বৃহৎ আকারে করার পরিকল্পনা রয়েছে মিঠুবাবুর।