মশা তাড়ানোর উপায়

Mosquito Repellent Plants: সারাক্ষণ কুট কুট করে মশার কামড় না খেয়ে বুদ্ধি করে এই গাছটি লাগান, মশার বংশ থাকবে না!

অসময়ের বৃষ্টি হয়েছে নতুন দুশ্চিন্তার কারণ! আর তার থেকে বড় দুশ্চিন্তা রোগ জীবাণুবাহিত মশা মাছিদের উপদ্রব। মূলত এই সময় ডেঙ্গি ম্যালেরিয়া বহনকারী মশাদের উপদ্রব বৃদ্ধি পায়। মশার হাত থেকে বাঁচতে মসকিউটো কয়েল কিংবা অন্যান্য পেস্টিসাইড ব্যবহার করে মানুষজন। তবে জানেন কি বাড়ির মধ্যে কয়েকটি গাছ লাগালে মশা ও রোগ জীবাণু বাহিত পতঙ্গ থাকবে দূরে।
অসময়ের বৃষ্টি হয়েছে নতুন দুশ্চিন্তার কারণ! আর তার থেকে বড় দুশ্চিন্তা রোগ জীবাণুবাহিত মশা মাছিদের উপদ্রব। মূলত এই সময় ডেঙ্গি ম্যালেরিয়া বহনকারী মশাদের উপদ্রব বৃদ্ধি পায়। মশার হাত থেকে বাঁচতে মসকিউটো কয়েল কিংবা অন্যান্য পেস্টিসাইড ব্যবহার করে মানুষজন। তবে জানেন কি বাড়ির মধ্যে কয়েকটি গাছ লাগালে মশা ও রোগ জীবাণু বাহিত পতঙ্গ থাকবে দূরে।
রোজমেরি একটি চিরহরিৎ গুল্ম জাতীয় গাছ। এই গাছ থেকে একটু কড়া গন্ধ বেরোয় ঠিকই কিন্তু তা মশাদের দূরে রাখে, সেই সঙ্গে অন্যান্য পোকামাকড়কেও দূরে রাখে।
রোজমেরি একটি চিরহরিৎ গুল্ম জাতীয় গাছ। এই গাছ থেকে একটু কড়া গন্ধ বেরোয় ঠিকই কিন্তু তা মশাদের দূরে রাখে, সেই সঙ্গে অন্যান্য পোকামাকড়কেও দূরে রাখে।
গাঁদাফুল গাছ, ভারতে একটি অন্যতম প্রচলিত আর জনপ্রিয় ফুল হচ্ছে গাঁদাফুল। এই গাছ ঘরের ভেতরে বা বাইরে যে কোনও জায়গায়, যে কোনও মাটিতেই বসানো যায়। এই ফুলের অভিনব গন্ধ ঘর থেকে মশাদের দূরে রাখতে সাহায্য করে।
গাঁদাফুল গাছ, ভারতে একটি অন্যতম প্রচলিত আর জনপ্রিয় ফুল হচ্ছে গাঁদাফুল। এই গাছ ঘরের ভেতরে বা বাইরে যে কোনও জায়গায়, যে কোনও মাটিতেই বসানো যায়। এই ফুলের অভিনব গন্ধ ঘর থেকে মশাদের দূরে রাখতে সাহায্য করে।
তুলসি গাছ, প্রায় সব ঘরেই পবিত্রতার চিহ্ন হিসাবে তুলসি গাছ দেখতে পাওয়া যায়। এই গাছে মশাদের লার্ভা টিকতে পারে না এবং এই গাছের কড়া গন্ধ মশার সঙ্গে অন্যান্য পোকামাকড়দেরও ঘর থেকে দূরে রাখে।
তুলসি গাছ, প্রায় সব ঘরেই পবিত্রতার চিহ্ন হিসাবে তুলসি গাছ দেখতে পাওয়া যায়। এই গাছে মশাদের লার্ভা টিকতে পারে না এবং এই গাছের কড়া গন্ধ মশার সঙ্গে অন্যান্য পোকামাকড়দেরও ঘর থেকে দূরে রাখে।
পুদিনা গাছ, পুদিনা তার অভিনব আর রিফ্রেশিং স্বাদের জন্য আমাদের কাছে খুব প্রিয়। কিন্তু জানেন কি এই গাছ মশা তাড়াতেও সমানভাবে কার্যকরী। এই গাছ আপনি আপনার ঘরের ভিতরে বা বাইরে যে কোনও জায়গায় বসাতে পারেন।
পুদিনা গাছ, পুদিনা তার অভিনব আর রিফ্রেশিং স্বাদের জন্য আমাদের কাছে খুব প্রিয়। কিন্তু জানেন কি এই গাছ মশা তাড়াতেও সমানভাবে কার্যকরী। এই গাছ আপনি আপনার ঘরের ভিতরে বা বাইরে যে কোনও জায়গায় বসাতে পারেন।
রসুন, মশা তাড়ানোর একটি অন্যতম প্রাকৃতিক উপায় হল রসুন। আপনি রসুনের ছোট ছোট পিস করে যেখান থেকে আপনার ঘরে মশা ঢোকে সেখানে রেখে দিতে পারেন অথবা রসুনের রস বের করে আপনার ঘরের গাছে স্প্রে করতে পারেন। তা আপনার ঘরকে মশামুক্ত রাখতে সাহায্য করবে।
রসুন, মশা তাড়ানোর একটি অন্যতম প্রাকৃতিক উপায় হল রসুন। আপনি রসুনের ছোট ছোট পিস করে যেখান থেকে আপনার ঘরে মশা ঢোকে সেখানে রেখে দিতে পারেন অথবা রসুনের রস বের করে আপনার ঘরের গাছে স্প্রে করতে পারেন। তা আপনার ঘরকে মশামুক্ত রাখতে সাহায্য করবে।
দূর্বা ঘাস, সহজেই গজিয়ে ওঠা এই ঘাসগুলকে পরের বার পরিষ্কার করার আগে একটু ভেবে দেখবেন। দূর্বা ঘাসের গন্ধ প্রাকৃতিক উপায়ে মশাদের ঘর থেকে দূরে রাখে।
দূর্বা ঘাস, সহজেই গজিয়ে ওঠা এই ঘাসগুলকে পরের বার পরিষ্কার করার আগে একটু ভেবে দেখবেন। দূর্বা ঘাসের গন্ধ প্রাকৃতিক উপায়ে মশাদের ঘর থেকে দূরে রাখে।