পশ্চিম বর্ধমান, লাইফস্টাইল Soybean: বাড়িতে যেদিন নিরামিষ, সেদিন পদে রাখুন সিম্পল এই তরকারিটি! ভাল থাকবে হার্ট-বাড়বে ক্যালসিয়াম-কমবে ওজন Gallery October 20, 2024 Bangla Digital Desk শরীরে পুষ্টির ঘাটতি মেটায় সয়াবিন। নিরামিষ দিনে অনেক বাড়িতেই সয়াবিনের নানা রকম পদ রান্না হয়। কিন্তু জানেন সয়াবিন খেলে আপনার শরীরে কী হয়? পুষ্টিবিদ অন্বেষা পাল বলছেন, সয়াবিন হার্ট ভাল রাখতে ভীষণভাবে কার্যকরী। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হার্টের জন্য কাজ করে। কোলেস্টেরলের মাত্রা কমায়। হৃদরোগের ঝুঁকি কমায়। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সয়াবিন দারুণ উপকারী। এতে থাকা উপাদানগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যারা উচ্চ রক্তচাপে ভোগেন, তাদের প্রোটিন বেশি খেতে নিষেধ করা হয়। সেক্ষেত্রে কাজে দেয় সয়াবিন। বর্তমানে অনেকেই ক্যালসিয়ামের সমস্যায় ভুগছেন কিন্তু সয়াবিনে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। যা আমাদের হাড় এবং দাঁত মজবুত করতে সাহায্য করে। অন্বেষা বলছেন, সয়াবিনে থাকা একাধিক উপাদান আমাদের ওজন কমাতে সাহায্য করে। আবার একই সঙ্গে মাংসপেশী গঠনে দারুণভাবে কাজে আসে। যারা ডায়েট করছেন, রেডমিট বা মাংস এড়িয়ে চলছেন, তারা পাতে সয়াবিন রাখতে পারেন।