পাঁচমিশালি GK: পাকিস্তান, চিন নাকি…কোন দেশের সঙ্গে ভারতের বর্ডার সবথেকে বড় জানেন? নামটা শুনেই চমকে উঠবেন কিন্তু Gallery October 21, 2024 Bangla Digital Desk প্রতিবেশী দেশ হিসেবে সাতটি দেশের সঙ্গে ভারত তার স্থল সীমানা ভাগ করে নেয়। এই প্রতিবেদনে ভারতের প্রতিবেশী দেশগুলির তালিকা ও কোন দেশের সঙ্গে ভারতের সীমান্ত সবচেয়ে বেশি, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যে দেশের সঙ্গে সবচেয়ে কম সীমান্ত ভাগ করে, সেই দেশ হল আফগানিস্তান। ভারত ও আফগানিস্তানের সীমান্ত ১০৬ কিলোমিটার। সীমান্ত জম্মু ও কাশ্মীর ছুঁয়েছে। ভারত ও ভুটানের সীমান্ত ৬৯৯ কিলোমিটার। সীমান্ত অরুণাচল প্রদেশ, সিকিম, অসম এবং পশ্চিমবঙ্গ ছুঁয়েছে। ভারত ও মায়ানমারের সীমান্ত ১৬৪৩ কিমি। সীমান্ত অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম এবং মণিপুর ছুঁয়েছে। ভারত নেপাল সীমান্ত ১৭৫৮ কিমি। সীমান্ত বিহার, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ এবং সিকিম ছুঁয়েছে। ভারত-পাকিস্তান সীমান্ত ৩২৩৩ কিমি। সীমান্ত জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাট ছুঁয়েছে। ভারত ও চিনের সীমান্ত ৩৪৮৮ কিলোমিটার। সীমান্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং সিকিমকে ছুঁয়েছে। ভারতের সঙ্গে সবথেকে বড় স্থলসীমান্ত রয়েছে বাংলাদেশের। ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক সীমান্ত ৪০৯৬ কিলোমিটার দীর্ঘ। বাংলাদেশের তিনদিকে ভারতের সীমান্ত রয়েছে। একপাশে সমুদ্র। অর্থাৎ বঙ্গোপসাগর। একটি ছোট অংশ বার্মা অর্থাৎ মায়ানমারের সঙ্গে রয়েছে। যা প্রায় ৪১৩ কিলোমিটার দীর্ঘ। বাংলাদশের সঙ্গে ভারতের যে সীমান্তবর্তী রাজ্যগুলি আছে সেগুলি হল অসম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ। ভারত ও বাংলাদেশের স্থল সীমান্ত বিশ্বের পঞ্চম বৃহত্তম স্থল সীমান্ত। বাংলাদেশের ছয়টি বিভাগ ভারত সীমান্তে অবস্থিত। সেগুলো হল ময়মনসিংহ, খুলনা, রাজশাহি, রংপুর, সিলেট ও চট্টগ্রাম। ভারতের যে রাজ্যগুলি বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে তাদের দৈর্ঘ্য হল- অসমের সঙ্গে ২৬২ কিলোমিটার, ত্রিপুরায় ৮৫৬ কিলোমিটার, মিজোরাম ৩১৮ কিলোমিটার, মেঘালয় ৪৪৩ কিলোমিটার এবং পশ্চিমবঙ্গ ২২১৭ কিলোমিটার।