Tag Archives: Border

Boat Race: ২২ বছর পর দুই বাংলাকে মিলিয়ে দিল নৌকা বাইচ, পুরোটা জানুন

উত্তর ২৪ পরগনা: দুই বাংলার মিলনক্ষেত্র হয়ে উঠল সোনাই নদীর তীর। উপলক্ষ দীর্ঘ ২২ বছর পর দুই বাংলার নৌকা বাইচ প্রতিযোগিতা। আর তাকে কেন্দ্র করেই দুই বাংলার মানুষজন একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন। স্বরূপনগরে ভারত-বাংলাদেশ সীমান্তে এই নৌকা বাইচ প্রতিযোগিতা আয়োজিত হয়।

২২ বছর আগে শেষ হয়েছিল এই প্রতিযোগিতা। তার আগে দীর্ঘদিন ধরে বছরের পর বছর হয়ে আসত এটি। ২০০২ সালে বন্ধ হয়ে যায় এই দুই বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এই বছর হাকিমপুর গ্রাম পঞ্চায়েত, হাকিমপুর বাজার কমিটি এবং সীমান্ত রক্ষী বাহিনীর যৌথ উদ্যোগে আবারও অনুষ্ঠিত হল এই নৌকা বাইচ প্রতিযোগিতা। এই নৌকা বাইচ একসময় দুই বাংলার মানুষের কাছে ছিল সম্প্রীতির মেলবন্ধন। এদিন আবার ফিরে এল সেই ছবি।

আর‌ও পড়ুন: জঙ্গলমহলে প্রচারে গিয়ে বিশেষ ঘটনার মুখোমুখি বিজেপি প্রার্থী

কালের নিয়মে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীদের উদ্যোগে এই প্রতিযোগিতা দীর্ঘদিন পর আবারও আয়োজিত হল। জিরো পয়েন্টে সীমান্ত অতিক্রম না করেই এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা উপস্থিত ছিলেন। হাজির ছিল বহু সাধারন মানুষ।

জুলফিকার মোল্লা

Humanity: মানবিকতার কাছে হার মানল কাঁটাতার, শেষবারের জন্য মায়ের মুখ দেখলেন দুই বৃদ্ধা

মৈনাক দেবনাথ, নদিয়া: মানবিকতার কাছে হার মানল দুই দেশের সীমান্তের বেড়া। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মানবিকতার জেরেই শেষবারের মতো মায়ের মুখ দেখতে পেলেন দুই বৃদ্ধা। সূত্রের খবর রবিবার দিন মৃত্যু হয় ওই বৃদ্ধাদের মায়ের। বিয়ের পর থেকে তাঁদের স্থায়ী ঠিকানা বাংলাদেশের চোঁয়াডাঙা জেলার গয়েশপুরে। রবিবার রাতে মায়ের মৃত্যুর খবর পেয়ে শুধু সর্বশক্তিমানের কাছে প্রার্থনা  করেছেন তাঁরা। যেমন করেই হোক শেষবারের মত মায়ের মুখটা দেখার ব্যবস্থা করুক দুই দেশের সরকার, এমনটাই আর্জি ছিল তাঁদের।

কয়েক ঘণ্টার মধ্যে এ পারে, নদিয়ার কৃষ্ণগঞ্জে আসার কোনও উপায় না পেয়ে তাঁরা হাজির হন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির ক্যাম্পে। এ পারেও একইরকম ভাবে চলতে থাকে চেষ্টা। শেষ পর্যন্ত সোমবার সকাল ন’টা নাগাদ বিএসএফ এবং বিজিবির উপস্থিতিতে ভারতীয় গ্রামের শেষমাথা কুলোপাড়া পেরিয়ে আত্মীয়দের নিয়ে দুই বৃদ্ধা হাজির হন জিরো পয়েন্টে। সামান্য প্রতীক্ষার পরে কফিনে করে নিয়ে আসা হয় সাকিনা বেওয়া (৯২) -র দেহ। বৃদ্ধার দুই মেয়ে-সহ অন্য আত্মীয় মৃত সাকিনাকে শেষবারের মতো দেখে লুটিয়ে পড়েন বালির চরে। কফিনের সামনে হাঁটুমুড়ে শুধু মায়ের জন্য প্রার্থনা নয়, ইচ্ছেপূরণ হওয়ায় তাঁরা কৃতজ্ঞতা জানান সর্বশক্তিমান ঈশ্বরকে। সঙ্গে ধন্যবাদ জানান দু’পারের সীমান্তরক্ষীদের।

আরও পড়ুন : ইউরিক অ্যাসিড থেকে পায়ের পাতায় খুব যন্ত্রণা? রেহাই পেতে বন্ধ করুন এই ৪ ডাল খাওয়া

কীভাবে সম্ভব হল? মাটিয়ারি বানপুর গ্রাম পঞ্চায়েতের স্থানীয় দুই পঞ্চায়েত সদস্য ছাত্তার মণ্ডল ও সাহিদুল মণ্ডল বলেন, ‘‘রবিবার রাতেই মৃতার পরিবারের লোকজনের কাছ থেকে এমন আর্জির কথা শুনে আমি রাতেই বিএসএফ-এর সংশ্লিষ্ট এক পদস্থকে অনুরোধ করি। ওঁরা সোমবার সকাল সাড়ে ন’টায় হিউম্যানিটি গ্রাউন্ডে সাড়া দিয়ে মৃতদেহ জিরো পয়েন্টে নিয়ে যাওয়ার অনুমতি দেন। আমরা ফোন করে নির্দিষ্ট জায়গায় আসতে বলি। এরপর বৃদ্ধার দুই মেয়ে ও তাঁদের আত্মীয়রা মৃতদেহ দেখে ফের বাংলাদেশের গ্রামে নিজেদের বাড়িতে ফিরে যান’’

International Mother Language Day: সীমান্তের নো ম্যানস ল্যান্ডে ভাষা দিবস উদযাপন

উত্তর ২৪ পরগনা: ভারত-বাংলাদেশের মধ্যে অন্যতম স্থলবন্দর পেট্রাপোলে এদিন পালন করা হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা ভাষার মর্যাদার দাবিতে একসময় গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল রফিক, সালাম, বরকতের মত ভাষাপ্রেমী যুবকদের বুক। তাঁদের সেই লড়াই সার্থক হয়। বাংলা ভাষা আর্ন্তজাতিক মাতৃভাষা হিসেবে বিশ্বের দরবারে স্বীকৃতি পায়।

আরও পড়ুন: এই বাংলার বরকত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েছিলেন, তারপর…

সেই লড়াইয়ে সামিল ভাষা শহিদদের স্মরণে দুই বাংলা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে বাংলা ভাষার মানুষজন রয়েছেন, তাঁরা এই ২১ ফেব্রুয়ারি দিনটি বিশেষভাবে স্মরণ করেন। ২১ ফেব্রুয়ারি বিশ্বের সমস্ত বাংলাভাষী মানুষের কাছে একটি আবেগের দিন। দীর্ঘ কয়েক বছর ধরে পেট্রাপোল–বেনাপোল সীমান্তে এই দিনটিকে দুই বাংলার মানুষ যৌথভাবে পালন করে আসছেন। এবছরও তার অন্যথা হল না। প্রতিবারের মতো এবারেও পেট্রাপোল–বেনাপোল সীমান্তের নো’ম্যানস ল্যান্ডে শহিদবেদীতে মাল্য দান করেন দু’দেশের প্রতিনিধিরা।

আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

ভারত বাংলাদেশ দুই তরফেই প্রশাসনিক কর্তা থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই প্রায় হাজির ছিলেন এদিন। বনগাঁ পুরসভার তরফে এদিন মিষ্টিও তুলে দেওয়া হয় ভাষা শহিদদের স্মরণে আগত অতিথিদের হাতে। দু’দেশের বিশিষ্ট ব্যক্তিরা বাংলা ভাষাকে বিশেষ মর্যাদার সঙ্গে দু’দেশের সম্পর্কও আরও নিবিড় হোক সেই ইচ্ছাই প্রকাশ করেছেন।

রুদ্রনারায়ণ রায়

RAM MANDIR: রাম মন্দির উদ্বোধনের দিনে বনগাঁও-তে ভারত-বাংলাদেশ সীমান্তে ঘটল অবাক কাণ্ড

অযোধ্যায় শুভ উদ্বোধন হল বহু প্রতীক্ষিত রাম মন্দিরের। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দির উদ্বোধনের দিনে উত্তর ২৪ পরগনার বনগাঁও-তে ভারত-বাংলাদেশ সীমান্তে ঘটল অবাক কাণ্ড।

Yearender 2023: রোম্যান্সের পথে বাধ সাধতে পারেনি কাঁটাতার, অঞ্জু-সীমাদের কাহিনি মনে রাখবে ২০২৩

কলকাতা: এক বছরে ৩৬৫ দিন। আর তারই মধ্যে ঘটে যায় কত ঘটনা। গোটা বছরের নানা ঘটনা পর পর সাজিয়ে নিতে বড় ভালবাসে মানুষ, বিশেষত এই বর্ষশেষের সময়।

২০২৩ সালে এমন অনেক ঘটনাই ঘটেছে। কিন্তু সব থেকে বেশি যে ঘটনা এদেশের আবেগকে নাড়িয়ে দিয়ে গিয়েছে তা বোধহয় ভালবাসা, ভালবাসার টানে সীমান্ত পেরিয়ে আসা।

আরও পড়ুনYear Ender 2023 | Russia Ukraine War: ২২ মাসের যুদ্ধ কেড়েছে বহু প্রাণ! ২০২৩-এ ভয়ঙ্কর চিত্র রাশিয়া-ইউক্রেনের লড়াইয়ে

গত মে মাসে প্রেমের টানেই ভারতে চলে এসেছিলেন পাকিস্তানের এক মহিলা। তিনি দাবি করেছিলেন পাবজি খেলতে খেলতেই ভালবেসে ফেলেছেন ভারতীয় এক যুবককে। তারপর আর কাটাতে পারেননি সেই টান। এমনকী উপায়ান্তর না দেখে শেষ পর্যন্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতে ঢুকে পড়েন।

সারা দেশ জানে এই প্রেমিকার কথা— নাম, সীমা হায়দর। গ্রেটার নয়ডার শচীন মীনাকে বিয়ে করতে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেই অভিযোগে জুলাই মাসে গ্রেফতার করা হয় তাঁকে। কিন্তু শেষ পর্যন্ত প্রেমের কাছে হার মেনেছে প্রশাসন, শচীন এবং সীমা দুজনকেই মুক্তি দিয়েছে আদালত।

প্রথম পক্ষের চার সন্তানকে নিয়ে রীতিমতো ধর্ম বদলে ভারতে থেকে যেতে চেয়েছেন পাকিস্তানের সিন্ধ প্রদেশের খাইরপুর এলাকার বাসিন্দা সীমা। শুধু ভালবাসার টানে।

আরও পড়ুনShruti Das: সোশ্যাল মিডিয়ায় বড় সুখবর দিলেন শ্রুতি! গায়ে নামাবলী, হাত জোড় করে পুজোয় মগ্ন অভিনেত্রী

এদিকে ভিসা না পেয়ে পাঁচ বছর অপেক্ষা করেছেন পাকিস্তানের আর এক প্রেমিকা জাওয়ারিয়া খানম। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শেষ পর্যন্ত অনুমতি নিয়েই ওয়াঘা সীমান্ত পেরোন জাওয়ারিয়া। এপাশে এসে হাত ধরেন কলকাতার ছেলে সামির খানের। কিন্তু ভিসা মাত্র ৪৫ দিনের। তাই আগামী জানুয়ারির প্রথমেই সামিরের পরিবার বিয়ের অনুষ্ঠান সেরে ফেলতে চায়। তারপর দীর্ঘমেয়াদি ভিসার আবেদন করবেন সামির।

আসলে সামিরের পরিবারের অনেকেই পাকিস্তানের বাসিন্দা, সেই সূত্রেই জাওয়ারিয়ার সঙ্গে পরিচয়। জার্মানিতে লেখাপড়া শেষ করে স্ত্রীকে নিয়ে কলকাতাতেই সংসার পাততে চান সামির।

আরও পড়ুনYear Ender 2023: ২০২৩-কে ক্ষতবিক্ষত করে চলে গেলেন যাঁরা, শেষবেলায় ফিরে তাকানো যাক সেই নক্ষত্রদের দিকে

এমন সুখের অবশ্য নয় অঞ্জুর গল্প। গত জুলাই মাসে রাজস্থানের আলওয়ার ছেড়ে পাকিস্তানে পাড়ি দিয়েছিলেন ভিয়ান্দির বাসিন্দা অঞ্জু। সেখানে তিনি বিয়ে করেন পাকিস্তানি প্রেমিক নাসরুল্লার সঙ্গে। নাসরুল্লাকে তিনি পেয়েছিলেন ফেসবুকে। সেখানেই প্রেমের সূত্রপাত। পাকিস্তানে গিয়ে ধর্মান্তরিত হয়ে তাঁকে বিয়ে করেন, নাম নেন ফতিমা। কিন্তু হঠাৎই অঞ্জুর মন কেমন করে ওঠে ১৪ বছরের ছেলে আর ৪ বছরের মেয়ের জন্য। তারা যে তাঁদের বাবার সঙ্গে এদেশেই রয়ে গিয়েছেন। তাই নভেম্বর ফের ভারতে চলে আসেন অঞ্জু।

কিন্তু অঞ্জু ঘর ছাড়ার পর তাঁর ভারতীয় স্বামী তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করেন। সেই সংক্রান্ত আইনি কাজ শুরু হয়েছে অঞ্জুর বিরুদ্ধে।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F