জলপাইগুড়ি: ডুয়ার্স ঘুরতে এলে গরুমারা কিংবা রামসাই জঙ্গল ঘুরেই চলে যাবেন না, রহস্যের চাদরে মোড়া এই তীর্থস্থানে না গেলে হবে বড় মিস! জলপাইগুড়ির ময়নাগুড়ি রোডের কিছুটা দুরে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত দোমহনী কাঠালবাড়ি (ব্যাংকান্দি) গ্রামের কলাখাওয়া নদীর তীরে অবস্থিত মন্দিরে কষ্টিপাথরের মূর্তিটি পরিচিত “পেটকাটি মাতা” নামে।
কথিত আছে মাটি খুঁড়তে গিয়ে কোদাল লেগে নাকি পেট কেটে গিয়েছিল। আর তা থেকেই নাম পেটকাটি। কালো কষ্টি পাথরের এই প্রাচীন পেটকাটি মূর্তির ছবি দেখলে শিহরণ জাগে। মূর্তিটির মাথার উপরের দুই দিকে রয়েছে হাতির লম্বা শুঁড়। গলায় শোভা পাচ্ছে নরমুন্ডমালা। দেবী সর্পালঙ্কারে ভূষিতা। মাথায় সাপের মুকুট। কানের অলংকারটিও সাপের। কঙ্কালসার শরীরে জড়ানো সাপের মালা।
আরও পড়ুনঃ ‘সিভিয়ার’ সাইক্লোন দানা এখন ঠিক কোথায়? কতক্ষণে শুরু তোলপাড়? কলকাতায় কতটা জলোচ্ছ্বাস? বড় খবর
পেটকাটি মা আদতে কালী মূর্তি হলেও একে ধূমাবতী চণ্ডী কালী দেবী হিসেবেই দীপান্বিতা অমাবস্যায় পুজো হয় এখানে। মা’এর দর্শন করতে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে। আর এই পুজোর সময় ভিন রাজ্য থেকেও ভক্ত সমাগম হয় ব্যাপক।
সুরজিৎ দে