উত্তরবঙ্গ Weather Forecast: দানার প্রভাবে তোলপাড় সর্বত্র… ভয়ে কাঁটা দক্ষিণবঙ্গ! উত্তরের কী ভাবগতিক? Gallery October 24, 2024 Bangla Digital Desk বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে দানা তীব্র ঘূর্ণিঝড় হিসাবে ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার কাছে ল্যান্ডফল করার প্রবল সম্ভাবনা। এর প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। কালিম্পং-এ মেঘলা আকাশ। ঠান্ডা হাওয়া। তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি। বৃষ্টির পূর্বাভাস। অপরদিকে, জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৪.০২ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্সে পরিষ্কার আকাশ। গত ২৪ ঘন্টায় সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং: ঝকঝকে শৈলশহর। মেঘ, কুয়াশার চাদর সরিয়ে কাঞ্চনজঙ্ঘার হাস্যজ্জ্বল মুখ। মোহিত পর্যটকেরা। ঠান্ডার মুড। তাপমাত্রা ১২-১৩ ডিগ্রি। সংগৃহীত ছবি। শিলিগুড়িতে হালকা রোদ। আংশিক মেঘলা। তাপমাত্রা ২২ ডিগ্রি। অন্যদিকে, দার্জিলিং-এ ঝলমলে রোদ। ঘুম ভাঙতেই শ্বেতশুভ্র কাঞ্চন দর্শন। কোথাও আংশিক কুয়াশা ঘেরা। ল্যান্ডফলের সময়ে এর গতিবেগ সর্বোচ্চ ১২০ কিলোমিটার হতে পারে। পারাদ্বীপ থেকে ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই তীব্র ঘূর্ণিঝড়। বাংলায় পূর্ব মেদিনীপুর জেলা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ক্ষতির পরিমাণ বেশি থাকবে। প্রত্যক্ষ প্রভাব পড়বে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়ায়। ইতিমধ্যে, তীব্র ঘূর্ণিঝড় /শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে পরিণত হয়েছে ‘দানা’। বর্তমানে, মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর রয়েছ ‘দানা’র অবস্থান। *আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাত এগার’টা থেকে শুরু হবে ল্যান্ডফল প্রক্রিয়ার। সকাল আট’টা পর্যন্ত সময় লেগে যাবে ঝড়ের লেজ স্থলভাগ প্রবেশ করতে। এই ন’ঘণ্টা সময় ধরে তাণ্ডবলীলা চালাবে দানা। তবে এখানেই শেষ নয়, আরও অনেক বেশি সময় ধরে এই স্থলভাগে চলবে দাপট। ফাইল ছবি।