উত্তর দিনাজপুর: উত্তরবঙ্গের সবথেকে প্রাচীন ঐতিহ্যবাহী কালী পুজোগুলির মধ্যে আজও উজ্জ্বল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মা বয়রা কালী বাড়ির পুজো। আরম্বর নয় ভক্তি এবং নিয়মনিষ্ঠা এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য।
এই পুজোর টানেই দূর দুরান্ত থেকে বহু মানুষ ছুটে আসেন এখানে।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে অবস্থিত বয়রা কালী বাড়ির পুজো। এই কালীপুজোর বয়স কত তার হিসেব অজানা সকলের। মন্দিরের পাশেই রয়েছে শ্রীমতি নদী। নদীর পাশেই একটি বেদীতে বয়রা গাছের নিচে এই পুজোর সূচনা হয়।পরবর্তীতে ১৯৬২ সালে মন্দির তৈরি হয় যা বয়রা কালী মন্দির নামে বিখ্যাত।
আরও পড়ুন: অস্তিত্ব সংকটে তবুও ডালি কুলো তৈরিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন মুস্তাফা নগর গ্রামের সকলে
আরও পড়ুন: হালকা ঠান্ডা পড়তেই গলা খুসখুস সর্দি-কাশি? অ্যান্টিবায়োটিক নয়, এই ঘরোয়া উপায়ে মোকাবিলা করুন
দীপাবলির রাতে বয়রা কালীবাড়ির পুজো কে ঘিরে রায়গঞ্জ কালিয়াগঞ্জ বালুঘাট থেকে বিভিন্ন মানুষের সমাগম ঘটে। মা বয়রার মূর্তি পুরোটাই অষ্ট ধাতু দ্বারা নির্মিত। দীপাবলীর রাতে দেবীর সারা অঙ্গ জুড়ে থাকে সোনার অলংকার। এই মায়ের পুজোতে বিভিন্ন রকম মাছ ও পাঁচ রকম সবজি মায়ের ভোগে দেওয়া হয়। প্রায় প্রতিদিনই বহু ভক্তরা ছুটে আসেন এই মন্দির দর্শনে।
পিয়া গুপ্তা