মডেলের ওপরে ফুটিয়ে তোলা হয়েছে শ্যামাসুন্দরী মাকে

Nadia News: কলকাতার শ্যামাসুন্দরী মাকে জীবন্ত মডেলের উপর ফুটিয়ে তুললেন রানাঘাটের শিল্পী

রানাঘাট: মেকআপের মাধ্যমে কলকাতার শ্যামা সুন্দরী দেবীর মূর্তিকে জীবন্ত মডেলের উপরে ফুটিয়ে তুললেন রানাঘাটের এক শিল্পী। সামনেই কালীপুজো ইতিমধ্যেই মূর্তি গড়ার কাজ চলছে জোর কদমে। নৈহাটির বড়মা কলকাতার ফাটাকেষ্ট ইত্যাদি কালীপুজো গুলি অত্যন্ত জাগ্রত।

এছাড়াও আরও অনেক মা কালীর আরাধনা হয় যার মধ্যে অন্যতম কলকাতার শ্যামা সুন্দরী। প্রত্যেক বছর শ্যামা সুন্দরী মায়ের কাছে পুজো দিতে এবং তার দর্শন করতে হাজার হাজার দর্শনার্থীদের ভিড় হয়। এবার সেই শ্যামা সুন্দরী মাকেই জীবন্ত মডেলের উপরে ফুটিয়ে তুললেন রানাঘাটের শিল্পী গৌরব সরকার।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় ডানার রক্তচক্ষু…! বাংলার ৯ জেলার স্কুলে স্কুলে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর! টানা কতদিন ছুটি? দেখে নিন এখনই

জানা যায়, চুঁচুড়া থেকে আগত শ্বেতা মণ্ডল যিনি একজন প্রফেশনাল গায়িকাও বটে তার উপরেই ফুটিয়ে তোলেন শ্যামা সুন্দরী মাকে। উল্লেখ্য এর আগের বছর নৈহাটির জাগ্রত বড়মাকে একইভাবে ফুটিয়ে তুলেছিলেন অন্য এক জীবন্ত মডেলের উপরে রানাঘাটের এই শিল্পী গৌরব সরকার।

আরও পড়ুন: বলুন তো বাথরুম এবং ওয়াশরুমের মধ‍্যে পার্থক‍্য কী? এক নয় কিন্ত মোটেই…৯৯%ই ভুল উত্তর দিয়েছেন

সে বছর তার চিত্রকলা দেখে সকলেই অভিভূত হয়ে গিয়েছিলেন। আর সেই কারণেই এ বছর এই ভাবনা বলে জানান তিনি। সম্পূর্ণ শিল্পকলাটি সম্পন্ন করতে শিল্পী গৌরব সরকারের সময় লেগেছিল প্রায় বেশ কয়েক ঘন্টা। অত্যন্ত নিখুঁতভাবে একজন মানুষের উপরে দেবীর এই চিত্র ফুটিয়ে তুলতে যথেষ্টই পরিশ্রম সাপেক্ষ বলে জানান তিনি।

Mainak Debnath