কলকাতা Mamata Banerjee on Dana Cyclone: বাংলার ৭ জেলায় তাণ্ডব করবে ‘দানা’! রাজ্যবাসীকে সতর্ক করে কী কী প্রস্তুতি মমতার? Gallery October 22, 2024 Bangla Digital Desk আসছে ঘূর্ণিঝড় ডানা। সেই দুর্যোগ পরিস্থিতিতে পাশে থাকার আশ্বাস নবান্নের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ইতিমধ্যেই ঝড় নিয়ে বৈঠক করা হয়েছে। ২৪ ঘন্টা ব্যাপী পরিষেবা চালু আছে নবান্নে। (Dana cyclone) মমতার দাবি, সতর্ক করা হয়েছে মানুষকে। ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে ওড়িশার পুরী ও সাগর দ্বীপের মধ্যে ল্যান্ডফল হতে পারে। ১২০ কিলোমিটার গতিবেগ হতে পারে এই ঝড়ের। বাংলায় দক্ষিণ ২৪ পরগনা জেলা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলী, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই ৭ জেলায় খুব ভারী প্রভাব হবে ডানার। মমতা বলেন, “মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। উপকূলে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনি (NDRF)। পর্যটকদের গতিবিধিও নজরে রাখা হচ্ছে। উপকূলে ফেরি সার্ভিস বন্ধ আছে।” ডানা আবহে ২৩ থেকে ২৬ অক্টোবর সব স্কুল ছুটি দেওয়া হয়েছে এই ৭ জেলায়। সাতজন অবজার্ভার হিসেবে সাতজন আইএএসকে দেওয়া হচ্ছে বলে জানান মমতা। মমতা জানান, ২৪ তারিখে cabinet মিটিং আছে। যারা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আছেন তাঁদের এলাকা ছাড়তে বারণ করা হয়েছে। তাঁর কথায়, “পূর্ব মেদিনীপুরে কোনও মন্ত্রী নেই, তাই অবজার্ভার পাঠাচ্ছি। ঝাড়গ্রাম জেলার বীরবহা হাঁসদাকেও আসতে বারণ করছি। উলুবেড়িয়া সেকশনে পুলক রায়ের আসার দরকার নেই।” এরপরই ডিভিসিকে উদ্দেশ্য করে মমতার নির্দেশ, তারা যাতে জল না ছাড়ে। গতকাল ক্যাবিনেট সেক্রেটারিকে জানিয়ে দিয়েছেন মুখ্য সচিব। উত্তরবঙ্গের কিছু জেলায়ও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এর পরই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে মমতা বলেন, “বন্যা পরিস্থিতি কী ভাবে সামাল দিয়েছে রাজ্য সেটা আপনারা দেখছেন। কোনও আর্থিক সাহায্য আমরা পাইনি। আমার প্রতিবেশী রাজ্য টাকা পায়। আমাদের দুর্ভাগ্য আমরা টাকা পাইনা।”