নয়াদিল্লি: দিল্লি-এনসিআর অঞ্চলে সবার প্রথম আইফোন ১৬ কিনলেন সহজ আম্বাভাট। পেশায় গায়ক। ২৫৬ জিবি স্টোরেজের ডেজার্ট টাইটেনিয়াম ভ্যারিয়েন্টের আইফোন ১৬ প্রো হাতে হাসি মুখে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবিও তুলেছেন তিনি। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
এর দাম ১.৩ লাখ টাকা। তবে ক্যাশব্যাক অফারে কারণে ১.২৫ লাখ টাকায় হাতে পেয়েছেন তিনি। আইফোন ১৬ প্রো কিনে রীতিমতো উল্লসিত সহজ। হবেন নাই বা কেন! তবে অডিও মিক্স ফিচারের কারণে তাঁর আনন্দ বেড়ে গিয়েছে শতগুণ।
আরও পড়ুন- রয়্যাল এনফিল্ড-এর জন্য সোনা ফলাচ্ছে এই মডেল! যা বিক্রি হচ্ছে, ভাবতে পারবেন না
তাঁর কাজ এখন আরও সহজ হয়ে গেল। গানের ভিডিওর কোয়ালিটি নিয়ে আর চিন্তা করতে হবে না। সহজ বলছেন, “অডিও মিক্স ফিচারটা আমার খুব কাজে লাগবে। বিশেষ করে রেকর্ডিংয়ের সময়।” কীভাবে এই ফিচার তাঁর কনটেন্টের গুণগত মান বাড়াবে তাও ব্যাখ্যা করেছেন সহজ।
ভোরের আলো ফোটার আগেই সাকেতের অ্যাপল স্টোরে চলে এসেছিলেন নয়ডার সহজ আম্বাভাট। তিনি বলেন, “ভোর সাড়ে ৪টে থেকে লাইন দিয়েছি। অবশেষে ২৫৬ জিবি-এর ১৬ প্রো, ডেজার্ট টাইটেনিয়াম হাতে পেলাম। আমিই এই এলাকায় প্রথম আইফোন ১৬ কিনলাম। খুব খুশি। তাছাড়া প্রথমবার অ্যাপল স্টোরে এলাম। অন্যরকমের অভিজ্ঞতা হল।”
সহজ আম্বাভাট গায়ক। গানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। এডিটিং এবং মিক্সিং করেন নিজেই। অডিও মিক্স ফিচারের জন্য অ্যাপলকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
সহজের মতে, এতে তাঁর কাজ অনেক সহজ হয়ে গেল। তাছাড়া অ্যাপল ইন্টিলিজেন্স তাঁর মতো পেশাদার যাঁরা কাজের জন্য অনেকাংশে প্রযুক্তির উপর নির্ভরশীল, তাঁদের জন্য একেবারে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে বলে মনে করেন তিনি।
আরও পড়ুন- বাইক, স্কুটি বিক্রি হচ্ছে ফ্লিপকার্ট, অ্যামাজনে! অনলাইন কিনলে লাভ কী? জেনে নিন
নতুন আইফোন প্রো মডেলে ফিল্মমেকার, কনটেন্ট ক্রিয়েটরদের কথা মাথায় রেখে বেশ কিছু ফিচার নিয়ে এসেছে অ্যাপল। এর মধ্যে অডিও মিক্স ফিচার অন্যতম। এই ফিচারের সাহায্যে ভয়েস এবং ব্যাকগ্রাউন্ড উপাদানগুলিকে আলাদা করে ফেলা যায়।
আদতে যে মোবাইলে শ্যুট করা হয়েছে বোঝাই যাবে না। মনে হবে পেশাদার স্টুডিওতে তৈরি। ডিভাইসের স্পিকার এবং অডিও মিক্সে ফিচারের সঙ্গে মিলিয়ে ইউজাররা সিনেমাটিক অডিও তৈরি করতে পারেন অনায়াসে।
অফ-ক্যামেরা অডিও এবং ইন-ফ্রেম শব্দের মধ্যে পরিবর্তন করাও যায় খুব সহজেই। ব্যাকগ্রাউন্ডের যে কোনও শব্দ ডিলিট করতে একটুও বেগ পেতে হয় না। এই কারণেই আইফোন প্রো সিরিজ ভিডিও এবং অডিও কনটেন্ট ক্রিয়েটরদের এত পছন্দের।