KKR News: কেকেআর নেবে এমন সিদ্ধান্ত যা আইপিএল ইতিহাসে হয়নি! সবথেকে বড় চমক! জানুন বিস্তারিত

এগিয়ে আসছে দিন। ততই বাড়ছে জল্পনা। ৩১ অক্টোবরের মধ্যেই আইপিএলের সবকটি দলকে জমা দিতে হবে তাদের রিটেনশন তালিকা। কিন্তু এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে তৈর হয়েছে নতুন জল্পনা।
এগিয়ে আসছে দিন। ততই বাড়ছে জল্পনা। ৩১ অক্টোবরের মধ্যেই আইপিএলের সবকটি দলকে জমা দিতে হবে তাদের রিটেনশন তালিকা। কিন্তু এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে তৈর হয়েছে নতুন জল্পনা।
কোন কোন প্লেয়ারকে রিটেন করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর, আর কাদের ছেড়ে দেবে নাইটরা তা মিয়ে জোর জল্পনা রয়েছে ক্রিকেট মহলে। সংবাদমাধ্যম স্পোর্টস্টারের প্রতিবেদন অনুযায়ী,কেকেআর নিতে পারে এমন সিদ্ধান্ত যা আইপিএল ইতিহাসে হয়নি।
কোন কোন প্লেয়ারকে রিটেন করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কেকেআর, আর কাদের ছেড়ে দেবে নাইটরা তা মিয়ে জোর জল্পনা রয়েছে ক্রিকেট মহলে। সংবাদমাধ্যম স্পোর্টস্টারের প্রতিবেদন অনুযায়ী,কেকেআর নিতে পারে এমন সিদ্ধান্ত যা আইপিএল ইতিহাসে হয়নি।
গতবার আইপিএলের কেটেছিল কেকেআরের ১০ বছরের ট্রফির খরা। অধিনায়ক শ্রেয়স আইয়ারের অধীনে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল নাইটরা। কিন্তু সেই চ্যাম্পিয়ন অধিনায়ককেই কি এবার ছেড়ে দেবে কেকেআর।
গতবার আইপিএলের কেটেছিল কেকেআরের ১০ বছরের ট্রফির খরা। অধিনায়ক শ্রেয়স আইয়ারের অধীনে তৃতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল নাইটরা। কিন্তু সেই চ্যাম্পিয়ন অধিনায়ককেই কি এবার ছেড়ে দেবে কেকেআর।
আইপিএলের ইতিহাসে এর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিমের অধিনায়ককে কোনও দল রিলিজ করেনি। কলকাতা নাইট রাইডার্স দল শ্রেয়স আইয়ারকে ধরে রাখতে প্রস্তুত। তবে তিনি তাদের টপ রিটেনশন হবেন না। এমতাবস্থায়, আইয়ারের পছন্দ অনুযায়ী বিষয়টি না হলে তিনিও নিলামে নামার সিদ্ধান্ত নিতে পারেন।
আইপিএলের ইতিহাসে এর আগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন টিমের অধিনায়ককে কোনও দল রিলিজ করেনি। কলকাতা নাইট রাইডার্স দল শ্রেয়স আইয়ারকে ধরে রাখতে প্রস্তুত। তবে তিনি তাদের টপ রিটেনশন হবেন না। এমতাবস্থায়, আইয়ারের পছন্দ অনুযায়ী বিষয়টি না হলে তিনিও নিলামে নামার সিদ্ধান্ত নিতে পারেন।
রিপোর্টে বলা হয়েছে, আন্দ্রে রাসেল হতে পারেন কেকেআর দলের টপ রিটেনশন। আইপিএল ২০২২-এর আগে কেকেআর দলে যোগ দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। তাঁকে নিলামে ১২.২৫ কোটি টাকায় কিনে নেয় এবং তারপর শ্রেয়সকে অধিনায়ক করা হয়।
রিপোর্টে বলা হয়েছে, আন্দ্রে রাসেল হতে পারেন কেকেআর দলের টপ রিটেনশন। আইপিএল ২০২২-এর আগে কেকেআর দলে যোগ দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। তাঁকে নিলামে ১২.২৫ কোটি টাকায় কিনে নেয় এবং তারপর শ্রেয়সকে অধিনায়ক করা হয়।
শ্রেয়স আইয়ার যদি নিলামে আসেন সেক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে শুরু করে পাঞ্জাব কিংসের মতো দলগুলি তাঁকে বড় দর দিতে পারে। আগামী মরশুমে আগে এই দলগুলির একজন নতুন অধিনায়ক দরকার।
শ্রেয়স আইয়ার যদি নিলামে আসেন সেক্ষেত্রে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে শুরু করে পাঞ্জাব কিংসের মতো দলগুলি তাঁকে বড় দর দিতে পারে। আগামী মরশুমে আগে এই দলগুলির একজন নতুন অধিনায়ক দরকার।
শ্রেয়স নিলামে উঠলে কেকেআর তাঁকে আগের তুলনায় কম দামেও কেনার চেষ্টা করতে পারে। এছাড়া গত মরশুমে মেন্টর গম্ভীর সহ কেকেআরের পুরো কোচিং স্টাফ চেঞ্জ হয়েছে। এবার মেন্টর ডোয়েইন ব্রাভো। ফলে নতুন মরশুমে নতুন অধিনায়কের অধীনেও খেলতে পারে কেকেআর।
শ্রেয়স নিলামে উঠলে কেকেআর তাঁকে আগের তুলনায় কম দামেও কেনার চেষ্টা করতে পারে। এছাড়া গত মরশুমে মেন্টর গম্ভীর সহ কেকেআরের পুরো কোচিং স্টাফ চেঞ্জ হয়েছে। এবার মেন্টর ডোয়েইন ব্রাভো। ফলে নতুন মরশুমে নতুন অধিনায়কের অধীনেও খেলতে পারে কেকেআর।