দার্জিলিং: বন্য জন্তুদের প্রাণ বাঁচাতে অভিনব উদ্যোগ গ্রহণ করল কার্শিয়াং ডিভিশনের পানিঘাটা রেঞ্জ এবং জাম্বু ট্রুপস স্বেচ্ছাসেবী সংগঠন।
পর্যটনের ভরা মরশুমে ইতিমধ্যেই পর্যটকদের ভিড় বাড়ছে। সেক্ষেত্রে পাহাড়ে যাওয়ার পথে জঙ্গল লাগোয়া রাস্তা ধরে গাড়ির আনাগোনা বাড়ছে। সেই অর্থেই বড় কোনও দুর্ঘটনা এড়াতে রাস্তায় নামল বন বিভাগ এবং স্বেচ্ছাসেবী সংগঠন।
আরও পড়ুন- টোটো কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? বড় কারণ জানা গেল এতদিনে! বড় আপডেট
বর্তমানে কার্শিয়াং ডিভিশনের অন্তর্গত পানিঘাটা রেঞ্জ এবং বাগডোগরা রেঞ্জের অন্তর্গত বনাঞ্চলগুলিতে হাতির সংখ্যা বেড়েছে। সেই কারণেই মাঝেমধ্যেই জঙ্গল পারাপার করতে গিয়ে রাস্তায় বেরিয়ে আসছে গজরাজ।
তাই পানিঘাটা রেঞ্জের অন্তর্গত শিলিগুড়ি থেকে মিরিক গামী রাস্তায় মাঝেমধ্যেই হাতির আনাগোনা শুরু হয়েছে। আপনিও যদি এই রাস্তা ধরে মিরিক ভ্রমণের কথা ভাবেন তাহলে সাবধান।
আরও পড়ুন- এত সস্তায় এত ভাল! এই উষ্ম সোয়েটারের বাজারই জানান দিচ্ছে শীতের পদধ্বনি!
ইতিমধ্যেই মাইকিং চলছে। বন বিভাগ এবং স্বেচ্ছাসেবী সংগঠন জাম্বু ট্রুপস এর যৌথ উদ্যোগে জঙ্গল লাগোয়া বিভিন্ন রাস্তা দিয়ে চলাচলকারী গাড়িগুলিকে দাঁড় করিয়ে তাদের সতর্ক করা হচ্ছে। প্রত্যেক গাড়িতে ব্রেক ফর ওয়াইল্ড লাইফের একটি স্টিকার লাগানো হয়।