iPhone 15-এ ১৮ হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট! কোথায় পাবেন? জেনে নিন

একেবারে জলের দরে বিক্রি হচ্ছে iPhone 15। মিলছে বিশাল ডিসকাউন্ট। যাঁরা সস্তায় iPhone খুঁজছেন, তাঁদের জন্য আদর্শ ডিল। বর্তমানে ফ্লিপকার্টে ৫৫ হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে iPhone 15। কার্ড ডিসকাউন্টের পর দাম আরও কমবে।
একেবারে জলের দরে বিক্রি হচ্ছে iPhone 15। মিলছে বিশাল ডিসকাউন্ট। যাঁরা সস্তায় iPhone খুঁজছেন, তাঁদের জন্য আদর্শ ডিল। বর্তমানে ফ্লিপকার্টে ৫৫ হাজার টাকার কমে পাওয়া যাচ্ছে iPhone 15। কার্ড ডিসকাউন্টের পর দাম আরও কমবে।
ফ্লিপকার্টে সস্তায় বিক্রি হচ্ছে iPhone 15: ফ্লিপকার্টে চলছে ‘বিগ দিওয়ালি সেল’। ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। সেখানেই ৫৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে iPhone 15। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে মিলবে অতিরিক্ত ৩ হাজার টাকা ডিসকাউন্ট। দাম নেমে আসবে ৫১,৯৯৯ টাকায়।
ফ্লিপকার্টে সস্তায় বিক্রি হচ্ছে iPhone 15: ফ্লিপকার্টে চলছে ‘বিগ দিওয়ালি সেল’। ২১ অক্টোবর থেকে শুরু হয়েছে। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। সেখানেই ৫৪,৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে iPhone 15। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলে মিলবে অতিরিক্ত ৩ হাজার টাকা ডিসকাউন্ট। দাম নেমে আসবে ৫১,৯৯৯ টাকায়।
গত বছরের সেপ্টেম্বরে লঞ্চের সময় এর দাম ছিল ৭৯.৯৯০ টাকা। তারপর থেকে এই মডেল এত কম দামে আর কোথাও বিক্রি হয়নি। তবে iPhone 16 লঞ্চ হওয়ার পর iPhone 15-এর দাম কমানো হয়। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে ১২৮ জিবি মডেল ৬৯,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। ২৫৬ জিবি মডেলের দাম ৭৯,৯০০ টাকা। আর ৫১২ জিবি মডেলের দাম রয়েছে ৯৯,৯০০ টাকা।
গত বছরের সেপ্টেম্বরে লঞ্চের সময় এর দাম ছিল ৭৯.৯৯০ টাকা। তারপর থেকে এই মডেল এত কম দামে আর কোথাও বিক্রি হয়নি। তবে iPhone 16 লঞ্চ হওয়ার পর iPhone 15-এর দাম কমানো হয়। অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইটে বর্তমানে ১২৮ জিবি মডেল ৬৯,৯০০ টাকায় বিক্রি হচ্ছে। ২৫৬ জিবি মডেলের দাম ৭৯,৯০০ টাকা। আর ৫১২ জিবি মডেলের দাম রয়েছে ৯৯,৯০০ টাকা।
iPhone 15-এর স্পেসিফিকেশন: iPhone 15-এ রয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। যার সর্বোচ্চ ব্রাইটনেস ২০০০ নিটস। পাশাপাশি অ্যাপলের এই ফ্ল্যাগশিপ মডেলে ডায়নামিক আইল্যান্ড টেকনোলজি রয়েছে। যা পুরনো মডেলগুলিতে দেখা যায় না।
iPhone 15-এর স্পেসিফিকেশন: iPhone 15-এ রয়েছে ৬.১ ইঞ্চির সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে। যার সর্বোচ্চ ব্রাইটনেস ২০০০ নিটস। পাশাপাশি অ্যাপলের এই ফ্ল্যাগশিপ মডেলে ডায়নামিক আইল্যান্ড টেকনোলজি রয়েছে। যা পুরনো মডেলগুলিতে দেখা যায় না।
ক্যামেরাও অনেক উন্নত। কোয়াড-পিক্সেল সেন্সর সহ একটি 48MP-এর প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। সঙ্গে র‍্যাপিড অটোফোকাসের জন্য ১০০ শতাংশ ফোকাস পিক্সেল। যা ২৪ মেগাপিক্সলের সুপার-হাই-রেজোলিউশন ডিফল্ট সেটিংসের সঙ্গে যুক্ত। ফলে ছবি হবে আরও নিখুঁত, খুঁটিনাটি জিনিসও বাদ পড়বে না।
ক্যামেরাও অনেক উন্নত। কোয়াড-পিক্সেল সেন্সর সহ একটি 48MP-এর প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে। সঙ্গে র‍্যাপিড অটোফোকাসের জন্য ১০০ শতাংশ ফোকাস পিক্সেল। যা ২৪ মেগাপিক্সলের সুপার-হাই-রেজোলিউশন ডিফল্ট সেটিংসের সঙ্গে যুক্ত। ফলে ছবি হবে আরও নিখুঁত, খুঁটিনাটি জিনিসও বাদ পড়বে না।
এখানেই শেষ নয়, iPhone 15 ইউজাররা 0.5x, 1x, এবং 2x জুম লেভেলে ছবি তুলতে 2x টেলিফটো লেন্স ব্যবহার করতে পারবেন। এই ডিভাইসে নতুন স্মার্ট এইচডিআর সিস্টেম এবং একটি নতুন ফিচার দেওয়া হয়েছে। যার মাধ্যমে ম্যানুয়াল মোডে স্যুইচিং না করেই পোট্রেট ছবি তুলতে পারবেন ইউজাররা। A16 Bionic চিপসেট চালিত অ্যাপলের iPhone 15-এ রয়েছে ৬ জিবি র‍্যাম। সব ধরণের ইউজারের জন্যই পর্যাপ্ত।
এখানেই শেষ নয়, iPhone 15 ইউজাররা 0.5x, 1x, এবং 2x জুম লেভেলে ছবি তুলতে 2x টেলিফটো লেন্স ব্যবহার করতে পারবেন। এই ডিভাইসে নতুন স্মার্ট এইচডিআর সিস্টেম এবং একটি নতুন ফিচার দেওয়া হয়েছে। যার মাধ্যমে ম্যানুয়াল মোডে স্যুইচিং না করেই পোট্রেট ছবি তুলতে পারবেন ইউজাররা। A16 Bionic চিপসেট চালিত অ্যাপলের iPhone 15-এ রয়েছে ৬ জিবি র‍্যাম। সব ধরণের ইউজারের জন্যই পর্যাপ্ত।
এছাড়াও iPhone 15-এ রয়েছে ফেস আইডি, অ্যাক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটার এবং আল্ট্রা ওয়াইডব্যান্ড। যার সাহায্যে জরুরি SOS পাঠাতে পারবেন ইউজাররা। এর সঙ্গে দেওয়া হয়েছে ম্যাগসেফ চার্জিংও। অ্যাপলের দাবি, এতে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র মাত্র আধ ঘণ্টা।
এছাড়াও iPhone 15-এ রয়েছে ফেস আইডি, অ্যাক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস, ব্যারোমিটার এবং আল্ট্রা ওয়াইডব্যান্ড। যার সাহায্যে জরুরি SOS পাঠাতে পারবেন ইউজাররা। এর সঙ্গে দেওয়া হয়েছে ম্যাগসেফ চার্জিংও। অ্যাপলের দাবি, এতে ৫০ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র মাত্র আধ ঘণ্টা।