বাঁশই উপার্জনের পথ দেখাচ্ছে

Alipurduar News: আসল রোজগারই বাঁশ! ছট পুজোর আগে চরম ব্যস্ত পুরো একটা গ্রাম

আলিপুরদুয়ার: ছট পুজো সামনে, তাই কর্ম ব্যস্ততা দেখা যাচ্ছে কালচিনি তুরিবারি এলাকায়। বাঁশ দিয়ে কুলো, ধামা তৈরি করছেন শিল্পীরা। কালচিনির এই তুরিবাড়ি গ্রাম, বাঁশগ্রাম নামে পরিচিত। কারণ এই এলাকার বাসিন্দারা বাঁশের কাজ করেন। এলাকার ২০-২৫ জন বাসিন্দা বংশ পরম্পরায় করছেন বাঁশের জিনিস তৈরির কাজ। স্থানীয় বাজারে তা বিক্রি করেন তারা।সামনে ছট পুজো, এখন ব্যস্ততা তুঙ্গে বাঁশ গ্রামে। এই মুহূর্তে নিজেদের হাতে তৈরি যত কুলো, ধামা তারা বিক্রি করতে পারবেন তত ব্যবসার পরিসর বাড়াতে পারবেন।

শিল্পী নিশা তুরি জানান, “একদিনে চারটে কুলো তৈরি করি আমরা। ছট পুজোর সময় লক্ষ্য থাকে দিনে ছয়টি কুলো প্রস্তুত করার। তাহলেই লাভের মুখ দেখা সম্ভব।”

আরও পড়ুন: বিশাল বাজ পাখির ডানা! যে যেখানে দাঁড়িয়ে! বিশেষ থিম ফালাকাটার কালীপুজোয়

আরও পড়ুন: ডুয়ার্সে চাঁদের আলোতে যে কাজ হয়, দেখতে পূর্ণিমার রাতে ভিড় জমান অনেকে

বাঁশের দাম বেড়েছে, ছট পুজোর এই মুহূর্তে লোকসান হয়ে যাক চাইছেন না বাঁশগ্রামের শিল্পীরা। চা বাগানের তরফে চা পাতা তোলার পাত্রের বরাত দিয়েছে, যা প্রস্তুত করতে দেখা যায় তাঁদের।

Annanya Dey