বেইরুট: ইজরায়েলের হামলা শুরু হওয়ার পর কার্যত ধ্বংস্তূপে পরিণত হয়েছে লেবাননের রাজধানী বেইরুটের একাংশ৷ আতঙ্কে দিন কাটছে বেইরুটের বাসিন্দাদের৷ গৃহহীন বহু মানুষ খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন৷
এরই মধ্যে বুধবার বেইরুটের একটি বহুতলে আছড়ে পড়ল ইজরায়েলি মিসাইল৷ চোখের নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সেই বহুতলটি৷ ইতিমধ্যেই বহুতল ভেঙে পড়ার সেই দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
আরও পড়ুন: উড়বে না কোনও বিমান, দানার আশঙ্কায় কতক্ষণ বন্ধ থাকবে কলকাতা বিমানবন্দর? বড় ঘোষণা
এই হামলার মিনিট চল্লিশ আগেই ইজরায়েলি সেনার মুখপাত্র বেইরুটের দুটি বহুতলে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছিলেন৷ ইজরায়েলি সেনার দাবি ছিল, ওই দুটি বহুতলই হিজবুল্লাহর অন্যতম ডেরা৷
Beirut, Lebanon
US missile blows up entire apartment building with innocent civilians inside 🥺😞
📢Make sure you follow us for more uncensored news because our account is being censored pic.twitter.com/zHqLdsT1Pl
— Fx Dose (@Zayn_Fxdose) October 22, 2024
যে জায়গায় ওই বহুতলটিতে মিসাইল হামলা হয়, সেটি বেইরুটের অন্যতম ব্যস্ত এলাকা৷ ভেঙে পড়া ওই বহুতলের উল্টো দিকেই একটি পার্কে ইজরায়েলি হামলায় গৃহহীন বহু মানুষ আশ্রয় নিয়ে রয়েছেন৷ মিসাইল হামলায় চোখের সামনে বহুতল ভেঙে পড়ার দৃশ্যে স্বভাবতই আতঙ্ক ছড়ায়৷
তবে এই হামলার ঘটনায় প্রাথমিক ভাবে হতাহতের কোনও খবর মেলেনি৷ যে জায়গায় মিসাইল হামলা হয়, তার কয়েকশো মিটার দূরেই হিজবুল্লাহের এক মুখপাত্র তখন সাংবাদিক বৈঠক করছিলেন৷ মিসাইল হামলার খবর পেয়েই সেই সাংবাদিক বৈঠক বন্ধ করে দেওয়া হয়৷