দক্ষিণবঙ্গ Cyclone Dana Digha: খা খা করছে সৈকত, ধীরে ধীরে ভয়াল হয়ে উঠছে সমুদ্র! দানা আতঙ্কে কাঁপছে দিঘা Gallery October 24, 2024 Bangla Digital Desk এ এক অচেনা দিঘা৷ সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে, কিন্তু তা উপভোগ করার জন্য দূর দূরান্ত পর্যন্ত চোখে পড়ছে না একজনও পর্যটক৷ ঘূর্ণিঝড় দানার আতঙ্কে এক রাতেই বদলে গেল দিঘার চেহারা৷ তথ্য- সোনিয়া ভট্টাচার্য, ছবি- পঙ্কজ দাশরথী দিঘা মোহনা থেকে শুরু করে ওল্ড এবং নিউ দিঘার প্রতিটি বিচেই ছবিটা একই৷ পর্যটকদের নিরাপত্তার কথা ভেবেই সৈকতগুলিকে নো ট্যুরিস্ট জোন হিসেবে ঘোষণা করেছে পুলিশ প্রশাসন৷ তথ্য ও ছবি- সোনিয়া ভট্টাচার্য শুধু পর্যটক শূন্যই নয়, দিঘার সৈকতগুলি কার্যত জনমানবহীন হয়ে পড়েছে৷ সৈকত সংলগ্ন সমস্ত দোকানপাটও বন্ধ রয়েছে৷ দানার তাণ্ডবের আশঙ্কায় জিনিসপত্র সরিয়ে নিয়ে গিয়েছেন ব্যবসায়ীরা৷তথ্য ও ছবি- সোনিয়া ভট্টাচার্য তবে কিছু পর্যটক এখনও হোটেলগুলিতে রয়ে গিয়েছেন৷ তাঁদের মধ্যে অতি উৎসাহী কেউ যাতে সমুদ্র সৈকতে চলে যেতে না পারেন, তা নিশ্চিত করতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ৷তথ্য ও ছবি- সোনিয়া ভট্টাচার্য ঘূর্ণিঝড় দানার প্রভাবে এ রাজ্যে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতেই৷ আজ দুপুরের পর থেকেই দিঘার সমুদ্র আরও উত্তাল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে৷ তথ্য ও ছবি- সোনিয়া ভট্টাচার্য তবে সকাল পর্যন্ত দিঘার আবহাওয়া রয়েছে মনোরম৷ সমুদ্রও সেভাবে উত্তাল হয়ে ওঠেনি৷ শুধু দিঘা নয়, মন্দারমণি, তাজপুর, জুনপুটের মতো সর্বত্রই একই সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন৷ তথ্য- সোনিয়া ভট্টাচার্য, ছবি- পঙ্কজ দাশরথী