পাঁচমিশালি ১৯৮৬ সালে রয়্যাল এনফিল্ড বাইকের দাম কত ছিল? ভাইরাল বিল, বিশ্বাস হবে না দেখলে Gallery October 24, 2024 Bangla Digital Desk Royal Enfield Bullet 350 হল ভারতের অন্যতম জনপ্রিয় মোটরসাইকেল। অনেকদিন ধরেই মানুষের হৃদয়ে দাগ কাটছে এই বাইক। যদিও সময়ের সাথে সাথে এই মোটরসাইকেলের ডিজাইনে পরিবর্তন এসেছে। তবে বাইকটির ডিজাইন প্রায় একই রকম রয়েছে। সম্ভবত সে কারণেই এই বাইকের প্রতি মানুষের ভালবাসা আজও বদলায়নি। Royal Enfield ক্রমাগত তাদের বাইকের ফিচার আপডেট করছে। তাই মানুষের মধ্যে এর জনপ্রিয়তা অব্যাহত রয়েছে। ফিচার আপডেট হওয়ায় এই মোটরসাইকেলের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। Royal Enfield Bullet 350 এর দাম বর্তমানে প্রায় আড়াই লাখ টাকা। ফলে অনেকের এই বাইকের শখ থাকলেও কেনার মতো সাধ্য থাকছে না। সম্প্রতি ১৯৮৬ সালে কেনা একটি Royal Enfield Bullet 350-এর একটি বিল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বাইকের গায়ে লেখা দাম দেখে সবাই অবাক। বিলে উল্লেখ করা হয়েছে, বাইকের অন-রোড মূল্য মাত্র ১৮,৭০০ টাকা। বিলটির বয়স প্রায় ৩৭ বছর। এটি ঝাড়খন্ডের সন্দীপ অটোর বুলেট ৩৫০ মডেলের ভাইরাল বিল। ১৯৮৬ সালে রয়্যাল এনফিল্ড বুলেটকে এনফিল্ড বুলেট বলা হত। তখন থেকেই এটি একটি নির্ভরযোগ্য মোটরসাইকেল হিসেবে বিবেচিত হয়। এটি রয়্যাল এনফিল্ড পোর্টফোলিওর সবচেয়ে পুরনো বাইক। বুলেট বর্তমানে দুটি ভেরিয়েন্টে পাওয়া যায় – বুলেট 350 এবং বুলেট 350 ES। বর্তমান বুলেট 350-এর কার্ব ওজন হল ১৯১ কেজি। কোম্পানির দাবি, এটি ৬টি রঙে পাওয়া যাবে। এই বাইকটি প্রায় ৩৭ kmpl এর মাইলেজ দেয় বলেও দাবি করেছে সংস্থা।