সাইক্লোন দানা

Cyclone Dana Latest Update: ‘সিভিয়ার’ সাইক্লোন দানা এখন ঠিক কোথায়? কতক্ষণে শুরু তোলপাড়? কলকাতায় কতটা জলোচ্ছ্বাস? বড় খবর

*সাইক্লোনের দোসর জোয়ার ভাটার এফেক্ট। আজ বৃহস্পতিবার বিকাল ৫.৫০ মিনিট নাগাদ গঙ্গার জলস্তর হতে পারে ৪.০৪ মিটার (১৩.২৫ ফুট)। পুরসভা সূত্রে জানা গিয়েছে গঙ্গার ঘাটের ধারের লকগেটগুলি দুপুর ৩.৩০ মিনিট থেকে সন্ধ্যা আট'টা পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিবেদনঃ রাহী হালদার। ফাইল ছবি। 
*সাইক্লোনের দোসর জোয়ার ভাটার এফেক্ট। আজ বৃহস্পতিবার বিকাল ৫.৫০ মিনিট নাগাদ গঙ্গার জলস্তর হতে পারে ৪.০৪ মিটার (১৩.২৫ ফুট)। পুরসভা সূত্রে জানা গিয়েছে গঙ্গার ঘাটের ধারের লকগেটগুলি দুপুর ৩.৩০ মিনিট থেকে সন্ধ্যা আট’টা পর্যন্ত বন্ধ থাকবে। প্রতিবেদনঃ রাহী হালদার। ফাইল ছবি।
*তীব্র ঘূর্ণিঝড় বা শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানা উপকূলের দিকে এগিয়ে আসছে দুর্বার গতিতে। এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, ধামরা বন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এবং সাগরদ্বীপ থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান। মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল। ফাইল ছবি। 
*তীব্র ঘূর্ণিঝড় বা শক্তিশালী ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম দানা উপকূলের দিকে এগিয়ে আসছে দুর্বার গতিতে। এই মুহূর্তে পারাদ্বীপ থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, ধামরা বন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এবং সাগরদ্বীপ থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে অবস্থান। মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফল। ফাইল ছবি।
*ঘূর্ণিঝড় দানার প্রকোপ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই রাজ্যজুড়ে। হুগলি জেলাতেও পড়েছে দানার প্রকোপ। জেলা জুড়ে জারি করা হয়েছে কমলা সর্তকতা। ঘূর্ণিঝড় এর ল্যান্ড ফলের আগেই যুদ্ধকালীন তৎপরতায় ঘূর্ণিঝড় মোকাবিলাতে প্রস্তুত জেলা প্রশাসন। একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ফাইল ছবি। 
*ঘূর্ণিঝড় দানার প্রকোপ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই রাজ্যজুড়ে। হুগলি জেলাতেও পড়েছে দানার প্রকোপ। জেলা জুড়ে জারি করা হয়েছে কমলা সর্তকতা। ঘূর্ণিঝড় এর ল্যান্ড ফলের আগেই যুদ্ধকালীন তৎপরতায় ঘূর্ণিঝড় মোকাবিলাতে প্রস্তুত জেলা প্রশাসন। একাধিক সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। ফাইল ছবি।
*ঘূর্নিঝড় দানা মোকাবিলায় হুগলি জেলায় একাধিক কন্ট্রোল রুম থেকে নজরদারি। ১৮,০০০ পরিবার চিহ্নিত করে সরিয়ে শিবিরে রাখার সিদ্ধান্ত। শতাধিক শিবির করা হয়েছে খবর জেলা প্রশাসন সূত্রে। ফাইল ছবি। 
*ঘূর্নিঝড় দানা মোকাবিলায় হুগলি জেলায় একাধিক কন্ট্রোল রুম থেকে নজরদারি। ১৮,০০০ পরিবার চিহ্নিত করে সরিয়ে শিবিরে রাখার সিদ্ধান্ত। শতাধিক শিবির করা হয়েছে খবর জেলা প্রশাসন সূত্রে। ফাইল ছবি।
*জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক মাসুদুর রহমান জানান, ঝড়ের গতিপ্রকৃতি জানতে, দুর্যোগে প্রভাব কতটা জানতে চুঁচুড়ায় জেলাশাসক দফতরে সেন্ট্রাল কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি চারটে মহকুমা হেড কোয়ার্টারে চারটি, তেরোটি পুরসভা এবং আঠারোটি ব্লকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। ফাইল ছবি। 
*জেলা বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিক মাসুদুর রহমান জানান, ঝড়ের গতিপ্রকৃতি জানতে, দুর্যোগে প্রভাব কতটা জানতে চুঁচুড়ায় জেলাশাসক দফতরে সেন্ট্রাল কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাশাপাশি চারটে মহকুমা হেড কোয়ার্টারে চারটি, তেরোটি পুরসভা এবং আঠারোটি ব্লকেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। ফাইল ছবি।
*শুকনো খাবার, শিশুদের খাদ্য, কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে। দানার প্রভাবে হুগলিতে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকায় নীচু এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ফাইল ছবি। 
*শুকনো খাবার, শিশুদের খাদ্য, কমিউনিটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে। দানার প্রভাবে হুগলিতে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকায় নীচু এলাকার বাসিন্দাদের সতর্ক করা হয়েছে। ফাইল ছবি।
*যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। ২৫ তারিখ থেকে হাওড়া থেকে বাতিল থাকবে ২৫ লোকাল ট্রেন, ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ১২টি লোকাল ট্রেন, বর্ধমান থেকে বাতিল থাকবে ৫টি লোকাল ট্রেন, শেওড়াফুলি থেকে বাতিল থাকবে ৬টি লোকাল ট্রেন। ফাইল ছবি। 
*যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। ২৫ তারিখ থেকে হাওড়া থেকে বাতিল থাকবে ২৫ লোকাল ট্রেন, ব্যান্ডেল থেকে বাতিল থাকবে ১২টি লোকাল ট্রেন, বর্ধমান থেকে বাতিল থাকবে ৫টি লোকাল ট্রেন, শেওড়াফুলি থেকে বাতিল থাকবে ৬টি লোকাল ট্রেন। ফাইল ছবি।
*শ্রীরামপুর থেকে ২টি, কাটোয়া থেকে ২টি, মেমারি থেকে একটি এবং আরামবাগ, গোঘাট, তারকেশ্বর, বারুইপাড়া, চন্দনপুর, পান্ডুয়া, গুরাপ, মশাগ্রাম, সিঙ্গুর, বেলুড়মঠ থেকে ১৫টি লোকাল বাতিল থাকবে। ফাইল ছবি।
*শ্রীরামপুর থেকে ২টি, কাটোয়া থেকে ২টি, মেমারি থেকে একটি এবং আরামবাগ, গোঘাট, তারকেশ্বর, বারুইপাড়া, চন্দনপুর, পান্ডুয়া, গুরাপ, মশাগ্রাম, সিঙ্গুর, বেলুড়মঠ থেকে ১৫টি লোকাল বাতিল থাকবে। ফাইল ছবি।