নবদ্বীপ: ঘুর্ণিঝড় ‘দানা’র প্রভাব পড়ল নবদ্বীপের রাধাকুণ্ডের স্নানেও। ঘূর্ণিঝড়ের আতঙ্ক ও বৃষ্টির ফলে বাইরে থেকে বিপুল সংখ্যক পুণ্যার্থী না আসায় এ বছর নবদ্বীপের গঙ্গার কোনও স্থানের ঘাটেই ছিল না উপচে পড়া ভিড়। বৃহস্পতিবার শ্রীধাম বৃন্দাবনের রাধাকুণ্ডের স্নানের অনুকরণে শ্রীচৈতন্যভুমি, বৈষ্ণবতীর্থক্ষেত্র নবদ্বীপ ধামেও বিগত কয়েক বছর ধরে গৌরগঙ্গার স্নান নামে পরিচিতি পাওয়া এই ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। কার্তিক মাসের বহুলাষ্টমী তিথিতে এই স্নান পর্বে প্রতিবছরই পাল্লা দিয়ে বাড়ছে পূণ্যার্থীদের উপচে পড়া ভিড়।
নবদ্বীপ শহর, পার্শ্ববর্তী গ্রামীণ অঞ্চল, জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত, এমনকি অন্যান্য রাজ্য থেকেও গুপ্ত বৃন্দাবন বলে পরিচিত নবদ্বীপ ধামের গঙ্গায় স্নান করে পুণ্যার্জন করতে আসেন বিভিন্ন বয়সের লক্ষাধিক মানুষ। শহরের প্রধান ১২টি ঘাটে মূলত এই স্নানপর্ব অনুষ্ঠিত হয়ে থাকে। আর সেদিকে লক্ষ্য রেখে এ বছরও বৃহস্পতিবার মধ্যরাতের স্নানে পূণ্যার্থীদের নিরাপত্তা ও অন্যান্য পরিষেবা দিতে একযোগে প্রস্তুতি নিয়েছিল নবদ্বীপ পুরসভা ও পুলিশ প্রশাসন। একদিকে ঘাটগুলিতে যেমন শক্তপোক্ত ব্যারিকেড দেওয়া হয়, তেমনই ঘাট সংলগ্ন অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়।
আরও পড়ুন: জমিদারি না থাকলেও রয়েছে মন্দির! প্রাচীন শিল্পকলা বাঁচিয়ে রাখতে মরিয়া পরিবার
বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ছাড়াও ছিল ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং স্থানীয় স্বেচ্ছাসেবীরাও। পুরসভার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ঘাটে রাখা হয় অ্যাম্বুল্যান্স সহ মেডিক্যাল ক্যাম্প। বৃষ্টির রাতে স্নানকে ঘিরে নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থাপনা বিষয়ে তদারকি করেন নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা, অতিরিক্ত পুলিশ সুপার অমিত ঘোষ, ডিএসপি ডিএনটি এম রহমান, নবদ্বীপ থানার আই সি জলেশ্বর তেওয়ারি। তবে অন্যান্য বছরের মতো এবারও এই স্নানপর্বে বিপুল সংখ্যক মানুষের অংশ নেওয়ার বিষয়টি মাথায় রেখে এই অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে উতরে দিতে তৈরি থাকলেও শেষ পর্যন্ত পূণ্যার্থীদের ভিড় ছিল আগের বছরের চাইতে অনেক কম।
আরও পড়ুন: আর বোধহয় জীবনে পুরী বেড়াতে যাবে না এই পরিবার, কারণ শুনলে মাথা ঘুরে যাবে!
বৃহস্পতিবার সকাল থেকেই ঘূর্ণিঝড় দানার প্রভাবে গঙ্গার তীরবর্তী নবদ্বীপ শহরে আবহাওয়া বিরূপ থাকায় সকাল থেকে রাত পর্যন্ত মাঝেমধ্যেই বৃষ্টি নামে।যার ফলে স্থানীয় এবং বাইরে থেকে আসা পূণ্যার্থীদের সংখ্যা লক্ষনীয়ভাবে কমে যায় গৌরগঙ্গার স্নান অনুষ্ঠানে। তা সত্ত্বেও নবদ্বীপ শহরের সবকটি ঘাট মিলিয়ে কমবেশি ৫০ হাজারের মতো পুণ্যার্থী পুণ্যস্নান করেন বলে প্রশাসনের অনুমান। আজ সকাল পর্যন্ত কোন জায়গা থেকেই কোনরকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
Mainak Debnath