দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর Cyclone Dana in Digha: এবার আরও ভয়ঙ্কর! রাক্ষুসে ‘দানা’র হানায় দিঘার সমুদ্রে তুলকালাম! ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের ছোবলে…, শুনলে ভয়ে আঁতকে উঠবেন Gallery October 25, 2024 Bangla Digital Desk ঘূর্ণিঝড় দানা-র প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে প্রবল বৃষ্টি চলছে। বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়ায় জেলা জুড়ে। পূর্ব মেদিনীপুর জেলার অন্যান্য জায়গার পাশাপাশি এদিন সকাল থেকে দিঘায় প্রবল বৃষ্টি চলছে, সঙ্গে ঝোড়ো হাওয়ায় উত্তাল সমুদ্র। হাওয়া অফিসের লেটেস্ট আপডেট থেকে জানা যায়, প্রায় এক থেকে দুই মিটার পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা সমুদ্রে। এমনিতেই ঘূর্ণিঝড়ের সর্তকতা মূলক পদক্ষেপ হিসাবে ২৫ অক্টোবর শুক্রবার পর্যন্ত দিঘায় সমুদ্রে পর্যটকদের নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। সেই মতো চলছে নজরদারি। শুক্রবারের পাশাপাশি শনিবারও পর্যটকদের সমুদ্র নামার বিষয়ে নজরদারি চলবে বলে জানা যায়। ঘূর্ণিঝড় দানা ওড়িশার উপকূলে আছড়ে পড়লেও রাজ্যের অন্যান্য জেলার চেয়ে এর প্রভাব বেশি পূর্ব মেদিনীপুর জেলায়। পূর্ব মেদিনীপুর জেলায় দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর-সহ প্রতিটি পর্যটন কেন্দ্রে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি সেই সঙ্গে ঝোড়ো হাওয়ায় উত্তাল রয়েছে সমুদ্র। এমনিতেই শুক্রবার পর্যন্ত দিঘায় হোটেল বুকিং-এর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে প্রশাসনের। তা সত্ত্বেও বেশ কিছু হোটেলে পর্যটক রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সমুদ্র সৈকত সরণীর ধারে কাছে আসতে দেওয়া হচ্ছে না। হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী শুক্রবারের পাশাপাশি শনিবারও দিঘা-সহ জেলা জুড়ে বৃষ্টি ও সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। আর তাতেই বাড়তি সতর্কতা অবলম্বন করেছে প্রশাসন। দিঘায় সতর্কতা মূলক প্রদক্ষেপ হিসাবে জেলা প্রশাসন আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী জানান,”দিঘা জুড়ে নজরদারি চলছে। এমনিতেই দিঘায় পর্যটক শূন্য। শুক্রবার প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় উত্তাল রয়েছে সমুদ্র।” শুক্রবারের পাশাপাশি শনিবার ও আবহাওয়ার পরিস্থিতি বুঝে সমুদ্র সৈকতে পর্যটকদের যাতায়াতের অনুমতি মিলবে। আবহাওয়া খারাপ থাকলে সমুদ্র সৈকতে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি থাকবে।” এছাড়াও জেলা শাসক জানান এই ঘূর্ণিঝড় এর প্রভাবে জেলা জুড়ে ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্ট তৈরি করা হচ্ছে। দিঘায় শুক্রবারও প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চলছে। জেলা প্রশাসন জানিয়েছে শুক্রবার পর্যন্ত দিঘায় হোটেল বুকিং থেকে সমুদ্রে পর্যটকদের স্নান সবকিছুতেই নিষেধাজ্ঞা জারি রয়েছে। শুক্রবারের পাশাপাশি শনিবারও দিঘা নিয়ে বাড়তি সতর্ক প্রশাসন। আবহাওয়ার উন্নতি না হলে দিঘায় পর্যটকদের সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি থাকবে শনিবারও।