দক্ষিণবঙ্গ, পশ্চিম বর্ধমান, লাইফস্টাইল Kali Puja Vastu Tips: সাবধান! কালীপুজোর রাতে এই রকম পোশাক পরলেই সর্বনাশ! অভাব অনটনে ছারখার হবে জীবন Gallery October 26, 2024 Bangla Digital Desk উৎসবের দিনে সবাই নিজেকে সুন্দর দেখাতে চান। মানানসই পোশাক পড়েন। কিন্তু অনেকেই আবার এই দিকে বিশেষ একটা গুরুত্ব দিতে চান না। কিন্তু দীপান্বিতা অমাবস্যায় পোশাক নিয়ে এই ভুল করবেন না। সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলেছেন, দীপান্বিতা অমাবস্যায় মা কালীর পাশাপাশি লক্ষ্মী গণেশের আরাধনা করা হয়। তাই এই দিন কোনওভাবেই ছেঁড়া পোশাক পড়বেন না। এটি দারিদ্রতা ডেকে আনে। তিনি বলছেন, একইসঙ্গে অপরিচ্ছন্ন পোশাকও দারিদ্রতার লক্ষণ। তাই এদিন যেমন ছেঁড়া পোশাক পরা উচিত নয়, তেমনভাবেই অপরিচ্ছন্ন পোশাক পরা উচিত নয়। যেকোনও উৎসব পুজোর দিনেই পরিষ্কার-পরিচ্ছন্ন পোশাক পড়া উচিত। কালো রংয়ের পোশাক পরিধান অনেকেরই পছন্দের। কিন্তু এই রং শাস্ত্র এবং বাস্তমতে শুভ বলে মনে করা হয়না বলে জানিয়েছেন দামোদরবাবু। তাই কালীপুজোর দিন পুরুষ বা মহিলা কেউই যাতে কালো রঙের পোশাক না বেছে নেন, সে বিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি। তাহলে কি রংয়ের পোশাকে নিজেকে সাজিয়ে তুলবেন? এই বিশিষ্ট পুরোহিত জানিয়েছেন, ভারতীয় পোশাকে এই দিনটি নিজেকে সাজিয়ে তোলার চেষ্টা করুন। নতুন পোশাক না হলেও, পরিষ্কার-পরিচ্ছন্ন উজ্জ্বল রঙের পোশাক পরিধান করুন। এতে আপনার ভাগ্য চমকাবে।