বর্ধমান বিশ্ববিদ্যালয় 

Preparation For NET: NET-SET পরীক্ষার প্রস্তুতি নেবেন ? সুযোগ দিচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয়

পূর্ব বর্ধমান: এবার কি একদম প্রথমবারের জন্য স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (সেট) দেবেন? কিন্তু কী পড়বেন, শুরু কীভাবে করবেন বুঝতে পারছেন না? অনেকে আবার ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) এরও প্রস্তুতি নিতে চাইছেন। কিন্তু কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না! তবে চিন্তার কোনও কারণ নেই, সরকারি প্রতিষ্ঠান থেকেই নিতে পারবেন প্রস্তুতি।

NET (নেট) – SET (সেট) -র প্রস্তুতির জন্য ক্লাস করতে পারবেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফে নেট এবং সেট-এর প্রস্তুতির জন্য বিশেষ ক্লাসের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন – Movie Gossip: ৩৫০ কোটি টাকার ফ্লপ হিরো! ৪ বছরে ৩ টি Flop, নির্মাতার বাজি লাগিয়েছেন ১৭০০ কোটি টাকা, আসছে পরপর ৫ টি ছবি

 

চলতি বছরের ইংরাজি মাসের অক্টোবর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত উল্লিখিত বিষয়ের ক্লাস করানো হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা স্নাতকোত্তর পর্বের তৃতীয় সেমিস্টারে পড়াশোনা করছেন, শুধুমাত্র তাঁরাই এই বিশেষ নেট- সেট প্রস্তুতির ক্লাস করার সুযোগ পাবেন। তবে শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা নয়, রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরাও এই নেট-সেট প্রস্তুতি ক্লাস করার সুযোগ পাবেন।

পড়ুয়াদের নেট – সেট প্রস্তুতির জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বই এবং স্টাডি মেটিরিয়ালও দেওয়া হবে। কিন্তু অংশগ্রহণকারীদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপস্থিত থেকে ক্লাস করতে হবে। এই ক্লাস শুরু হবে ২৯ অক্টোবর থেকে। তার আগেই আগ্রহীদের নিজে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে ১,০০০ টাকা। আলাদা করে আর কোনও কোর্স ফি দিতে হবে না।

যাঁরা ক্লাস করতে ইচ্ছুক তাঁদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশিত অনলাইন বিজ্ঞপ্তিটি ভাল করে দেখে নিতে হবে। বিজ্ঞপ্তিতে থাকা একটি ফর্ম পূরণ করে আবেদনকারীকে নিজে বিশ্ববিদ্যালয়ে গিয়ে তা জমা দিতে হবে। আবেদনপত্র জমা দিতে হবে ২১ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে। নির্দিষ্ট বিষয়ে বিস্তারিত জানার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নেওয়া প্রয়োজন।

Banowarilal Chowdhary