দিঘা: দিঘা যাওয়ার পথে বড়সড় দুর্ঘটনা। নন্দকুমার-মেচেদা জাতীয় সড়কের তমলুক নিমতৌড়ির ঘটনা। ঘাটাল থেকে দিঘার উদ্দেশ্যে যাওয়ার পথে মেচেদা হয়ে জাতীয় সড়ক ধরে যাওয়ার পথে নিমতৌড়ির কাছে দুই সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি প্রাইভেট গাড়ি। শনিবার রাতে ঘটে এই দুর্ঘটনা।
জানা গেছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই সাইকেল আরোহীর। প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। গাড়িতে থাকা চারজনের মধ্যে সঙ্গেসঙ্গেই একজনের মৃত্যু হয় এবং দুজনকে উদ্ধার করে তমলুক তাম্রলিপ্ত মেডিকেল কলেজে আহত অবস্থায় নিয়ে যাওয়া হয়। তার মধ্যে একজনের মৃত্যু হয়। গাড়ির ভিতরে বেশ কিছুক্ষণ আটকে থাকে ড্রাইভার। পরে উদ্ধার করা সম্ভব হয় তাঁকে।
আরও পড়ুন: বলুন তো, পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি? কলকাতা নয় কিন্তু, তাহলে! শুনে চমকে উঠবেন
আর সকাল হতেই জানা গেল, ওই দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। তমলুকের নিমতৌড়ির কাছে পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা তিন থেকে বেড়ে হল চারজনে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এক মহিলা সহ মোট চারজনের মৃত্যু হয়েছে। মৃত চারজনের মধ্যে দুজন সাইকেল আরোহীও রয়েছে বলে খবর।