উত্তরবঙ্গ IMD Weather Forecast: আবহাওয়ার বিরাট ভোলবদল…! কাঁপুনি ধরাতে পারে ‘লা লিনা’র দাপট! কী প্রভাব পড়বে উত্তরে? বিরাট সতর্কবাণী IMD-র Gallery October 27, 2024 Bangla Digital Desk IMD-র পূর্বাভাস বলছে, লা নিনার প্রভাবে এবছর জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে গোটা বিশ্বে৷ লা নিনা হল দক্ষিণী উষ্ণ বায়ু চলাচল চক্রের শীতল পর্যায়, যা এক প্রাকৃতিক গ্লোবাল জলবায়ু প্যাটার্ন যা প্রশান্ত মহাসাগরে বায়ু এবং সমুদ্রের তাপমাত্রায় পরিবর্তনের সঙ্গে জড়িত এবং এটি পৃথিবীজুড়ে চরম আবহাওয়া সৃষ্টি করতে পারে।যার প্রভাব উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পড়বে৷ ঘূর্ণিঝড় ‘দানা’য় যতটা আতঙ্ক দানা বেধেছিল সকলের মধ্যে ততটাও প্রভাব ফেলতে পারেনি৷ ঘূর্ণিঝড় দানা শক্তি হারিয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। উত্তর ওড়িশা থেকে নিম্নচাপ আরও শক্তি হারিয়ে ছত্রিশগড় মধ্যপ্রদেশের দিকে এগোবে। উত্তরবঙ্গের আকাশ আংশিক মেঘলা, রোদ ঝলমলে পাহাড়, শৈলশহরের হাতের নাগালে কাঞ্চনজঙ্ঘা, খুশী পর্যটকেরা। শিলিগুড়ি : পরিষ্কার আকাশ। ঘরে বসেই পাহাড় দেখা গেলেও কুয়াশার জন্যে অধরা কাঞ্চনজঙ্ঘা। তাপমাত্রা ২১ ডিগ্রি। দার্জিলিং : ঝা চকচকে শৈলশহর। ঠান্ডা। তাপমাত্রা ১১-১২ ডিগ্রি। আর ঘুম ভাঙতেই ঘুমন্ত বুদ্ধ দর্শন। বেজায় খুশী পর্যটকেরা। কালিম্পং : রোদ ঝলমলে। হালকা মেঘের ভেলা ভেসে বেড়াছে। তারই আড়ালে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। ঠাণ্ডা হাওয়া। তাপমাত্রা ১৭-১৮ ডিগ্রি। জলপাইগুড়ি : জলপাইগুড়িতে পরিষ্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.০৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২০.০৫ ডিগ্রি সেলসিয়াস। ডুয়ার্স : পরিষ্কার আকাশ। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরদুয়ার : রোদ ঝলমলে আবহাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার : পরিস্কার আকাশ। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। উত্তর দিনাজপুর : মেঘলা আকাশ সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। ইসলামপুর : পরিস্কার আকাশ, সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। গঙ্গারামপুর : মেঘলা আকাশ, গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৩ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ দিনাজপুর : মেঘলা আকাশ বালুরঘাটে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে জেলায় ২২.০২ ডিগ্রি সেলসিয়াস।