বলুন তো, কোন জায়গা?

GK: পশ্চিমবঙ্গের একমাত্র জায়গা, যার মধ্যে পড়ে দুই জেলা-তিন বিধানসভা-চারটি থানা! কোন জায়গা জানেন? শুনে কিন্তু চমকে উঠবেন

এই বাংলাতেই আছে আজব এক গ্রাম। একই গাঁয়ে দুই জেলা, তিনখানা বিধানসভা, চারটি থানা। ভাবতে পারছেন! এমনও হওয়া সম্ভব? সম্ভব। বাংলার এই গ্রাম তেমনই সম্ভব করেছে।

এই বাংলাতেই আছে আজব এক গ্রাম। একই গাঁয়ে দুই জেলা, তিনখানা বিধানসভা, চারটি থানা। ভাবতে পারছেন! এমনও হওয়া সম্ভব? সম্ভব। বাংলার এই গ্রাম তেমনই সম্ভব করেছে।
বীরভূম ও মুর্শিদাবাদের সীমান্তে ছোট্ট জনপদ টিঠিডাঙা। মুর্শিদাবাদের খড়গ্রাম সাবডিভিশনের একটুকরো গঞ্জ এলাকা। গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে ব্রাহ্মণী নদী। হাজার খানেক লোকের বাস।
বীরভূম ও মুর্শিদাবাদের সীমান্তে ছোট্ট জনপদ টিঠিডাঙা। মুর্শিদাবাদের খড়গ্রাম সাবডিভিশনের একটুকরো গঞ্জ এলাকা। গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে ব্রাহ্মণী নদী। হাজার খানেক লোকের বাস।
বীরভূমের সীমানা এলাকার গ্রাম। বর্ষাকালে নদীর জল বাড়লে যা চিন্তার কারণ হয়। সে তো গেল, কিন্তু গ্রামটি যে জন্য বারে বারে আলোচনায় উঠে এসেছে সে কারণ বড়ই বিচিত্র।
বীরভূমের সীমানা এলাকার গ্রাম। বর্ষাকালে নদীর জল বাড়লে যা চিন্তার কারণ হয়। সে তো গেল, কিন্তু গ্রামটি যে জন্য বারে বারে আলোচনায় উঠে এসেছে সে কারণ বড়ই বিচিত্র।
টিঠিডাঙা এমন একটি গ্রাম যা একই সঙ্গে দুই জেলায় অবস্থিত। বাংলার একমাত্র গ্রাম যা দুই জেলার সীমানায় অবস্থিত। গাঁয়ের একদিক বীরভূম, অন্যদিক মুর্শিদাবাদ। চমকের শেষ এখানেই নয়। এই একটি মাত্র গ্রাম যেখানে একই সঙ্গে রয়েছে তিনটি বিধানসভা কেন্দ্র, চারটি থানা।
টিঠিডাঙা এমন একটি গ্রাম যা একই সঙ্গে দুই জেলায় অবস্থিত। বাংলার একমাত্র গ্রাম যা দুই জেলার সীমানায় অবস্থিত। গাঁয়ের একদিক বীরভূম, অন্যদিক মুর্শিদাবাদ। চমকের শেষ এখানেই নয়। এই একটি মাত্র গ্রাম যেখানে একই সঙ্গে রয়েছে তিনটি বিধানসভা কেন্দ্র, চারটি থানা।
মুর্শিদাবাদের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের অধীনে এই গ্রাম হলেও গ্রামে চারটি থানা রয়েছে। বীরভূম জেলার মাড়গ্রাম ও নলহাটি, মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ও নবগ্রাম। গ্রামে বিধানসভা কেন্দ্র তিনটি। খড়গ্রাম ও নবগ্রাম বিধানসভা এবং বীরভূম জেলার হাসন বিধানসভা কেন্দ্র, তিনটিই একই গ্রামে। মুর্শিদাবাদের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রাম, কিন্তু থানা চারটি।

মুর্শিদাবাদের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের অধীনে এই গ্রাম হলেও গ্রামে চারটি থানা রয়েছে। বীরভূম জেলার মাড়গ্রাম ও নলহাটি, মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ও নবগ্রাম। গ্রামে বিধানসভা কেন্দ্র তিনটি। খড়গ্রাম ও নবগ্রাম বিধানসভা এবং বীরভূম জেলার হাসন বিধানসভা কেন্দ্র, তিনটিই একই গ্রামে। মুর্শিদাবাদের ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই গ্রাম, কিন্তু থানা চারটি।
ভৌগোলিক সীমান্তের জটিলতার কারণে এই টিঠিডাঙা গ্রামে এখনও সার্বিক উন্নয়ন হয়নি। চারটি থানার মধ্যে তালগোল পাকিয়ে ফেলেন গ্রামবাসীরা। গাঁয়ের বয়স্করা বলছেন, কোনও সমস্যা হলে কোন থানায় যেতে হবে তা ঠাহর করা যায় না অনেকসময়েই। সেক্ষেত্রে ব্লক নম্বর দেখে সিদ্ধান্ত নিতে হয়। এ থানা, ও থানা ঘুরতে ঘুরতেই দিন কেটে যায়।
ভৌগোলিক সীমান্তের জটিলতার কারণে এই টিঠিডাঙা গ্রামে এখনও সার্বিক উন্নয়ন হয়নি। চারটি থানার মধ্যে তালগোল পাকিয়ে ফেলেন গ্রামবাসীরা। গাঁয়ের বয়স্করা বলছেন, কোনও সমস্যা হলে কোন থানায় যেতে হবে তা ঠাহর করা যায় না অনেকসময়েই। সেক্ষেত্রে ব্লক নম্বর দেখে সিদ্ধান্ত নিতে হয়। এ থানা, ও থানা ঘুরতে ঘুরতেই দিন কেটে যায়।
স্কুল, হাসপাতালের ক্ষেত্রেও একই অবস্থা। গ্রামের দুটি স্কুলের একটি বীরভূমে, অন্যটি মুর্শিদাবাদে। এমনকী পরিবার পরিজনরাও দুই জেলায় ভাগাভাগি করে রয়েছেন। কারও বাড়ি বীরভূমে, তো কারও মুর্শিদাবাদে। অনেক সময় তো সঠিক ঠিকানা লিখতেও সমস্যায় পড়েন গ্রামবাসীরা। তিনটি বিধানসভার কারণে গ্রামের রাস্তাঘাট, পানীয় জলের উন্নয়ন যে সেভাবে হচ্ছে না, এই নিয়ে গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিনের।
স্কুল, হাসপাতালের ক্ষেত্রেও একই অবস্থা। গ্রামের দুটি স্কুলের একটি বীরভূমে, অন্যটি মুর্শিদাবাদে। এমনকী পরিবার পরিজনরাও দুই জেলায় ভাগাভাগি করে রয়েছেন। কারও বাড়ি বীরভূমে, তো কারও মুর্শিদাবাদে। অনেক সময় তো সঠিক ঠিকানা লিখতেও সমস্যায় পড়েন গ্রামবাসীরা। তিনটি বিধানসভার কারণে গ্রামের রাস্তাঘাট, পানীয় জলের উন্নয়ন যে সেভাবে হচ্ছে না, এই নিয়ে গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিনের।