টেরাকোটার প্রদীপ সেট 

Kali Puja 2024: গণেশ থেকে আলাদিনের প্রদীপ, দীপাবলির আগে বাজার কাঁপাচ্ছে টেরাকোটার প্রদীপের সেট! জানুন দাম

উত্তর দিনাজপুর: দীপাবলির আগে বাজার কাঁপাচ্ছে বিভিন্ন ধরণের  প্রদীপের সেট! দাম কত জানেন কি? দীপাবলি উৎসবের আগে টেরাকোটার মাটির প্রদীপ তৈরি করতে ব্যস্ত হাটপাড়ার টেরাকোটার শিল্পীরা।

টুনি বাল্বের সঙ্গে পাল্লা দিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছেন টেরাকোটা শিল্পীরা। ডিজিটাল আলো কেন্দ্র করে বাজার মাতিয়েছে রংবেরঙ্গের বৈদ্যুতিক লাইট। তবে এবার টুনি বাল্বের সঙ্গে পাল্লা দিতে কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মুস্তফানগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুনোরের হাটপাড়া গ্রামের টেরাকোটা শিল্পীরা। তাঁরা সাবেকি প্রদীপ বানানোর পাশাপাশি সাধারণ মানুষদের নজর কাড়তে নতুন টেরাকোটা মডেলের প্রদীপ তৈরি করতে ব্যস্ত রাত দিন। তাই নাওয়া খাওয়া ভুলে এই গ্রামের প্রতিটি বাড়িতে সকল সদস্য মিলে টেরাকোটার আধুনিক ডিজাইনের প্রদীপ বানিয়ে চলেছেন।

আরও পড়ুন: সুতো নয়! এই জিনিস দিয়েই শতরঞ্জি বানানো যায়…জানেন? তৈরি করে অবাক করছেন এই মহিলা! কী ভাবে তৈরি হয় দেখুন

তারা নানা ধরনের সুজজ্জিত কালীর সেট প্রদীপ ও দুর্গা সেট প্রদীপ এবং প্রদীপের ঝাড় বা স্ট্যান্ড প্রদীপ ও পঞ্চ প্রদীপ, আলাদিনের প্রদীপ, নারকেল প্রদীপ, ম্যাজিক প্রদীপ, গণেশ প্রদীপ সহ আরও নানা ধরনের প্রদীপ তৈরি করছেন। এবছর এই গ্রামের মৃৎশিল্পীরা কয়েক হাজার এরকম প্রদীপ বানিয়েছেন।

আরও পড়ুন: দীপাবলি আসতেই বাজারে চাহিদা মোমবাতির! এ বছর কি দাম বাড়ল? জানুন

তাঁদের প্রদীপ শুধু জেলার মধ্যেই সীমাবদ্ধ নেই, এরই মধ্যে অন্যান্য জেলা সহ ভিন রাজ্য থেকে হাটপাড়ার মৃৎশিল্পীদের কাছে একাধিক ডিজাইনের প্রদীপের অর্ডার এসে পৌঁছেছে। গোটা ভারতবর্ষ জুড়ে যখন  মোমবাতি ও টুনিবাল্পের রমরমা ঠিক সেই সময় দাঁড়িয়ে কালিয়াগঞ্জের হাটপাড়ার গ্রামের মৃৎশিল্পীরা বিদেশী মোমবাতি ও টুনিবাল্বকে টেক্কা দিতে বদ্ধপরিকর। তাই এখন রাত দিন এক করে টেরাকোটা প্রদীপ বানাতে ব্যস্ত হাট পাড়ার টেরাকোটা মৃৎশিল্পীরা।

পিয়া গুপ্তা