মঞ্চে নাটকের পরিবেশনা

Nadia News: রাজ্যের ১৫ দল নিয়ে নাটকের প্রতিযোগিতা! নয়া উদ্যোগ আয়োজন শান্তিপুর উড়ানের

নদিয়া: শান্তিপুর উড়ানের আয়োজনে তিন দিনব্যাপী নাট্যপ্রতিযোগিতা, থাকছে বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগিতাও। শান্তিপুর নাট্যগোষ্ঠী উড়ানের আয়োজনে তিন দিনের নাট্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ১৫ টি নাট্যদল এই তিন দিন তাঁদের নিজস্ব নাটক মঞ্চস্থ করে। প্রতিদিন পাঁচটি করে নাটক মঞ্চস্থ করা হয়। নাটকের ফলাফল ঘোষণা যেই দিন করা হয়, সেই দিনই উড়ানের পক্ষ থেকে মঞ্চস্থ হয় একটি সম্পূর্ণ নতুন নাটক। লেখক সুব্রত হালদারের লেখা কার্তিক হালদারের নির্দেশনায় ‘আদি ভৌতিক’। পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত একটি নাট্যদল ইউনিটি মালঞ্চও একটি সম্পূর্ণ নাটক নিয়ে এসেছে। যার নাম ‘নিশি কুটুম’। সেটিও ওইদিন মঞ্চস্থ করা হবে।

এছাড়াও ওই তিন দিন সকালবেলায় থাকছে নৃত্য পরিবেশনা, অঙ্কন এবং আবৃতি প্রতিযোগিতা। উদ্যোক্তাদের কথায়, “আমরা চাইছি এই প্রতিযোগিতা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক। এই প্রতিযোগিতার মাধ্যম দিয়েই সমস্ত সাংস্কৃতিক কলাগুলিকে তুলে ধরতে চাইছি।” প্রতিযোগিতার দিনগুলিতে বিচারক হিসাবে আসনে বসবেন বাইরে থেকে আগত অভিজ্ঞ প্রতিভাবান শিল্পীরা। যেমন থাকছেন মুখ্য বিচারকের ভূমিকায় পশ্চিমবঙ্গের স্বনামধন্য একজন নাট্যকর্মী সুব্রত কাঞ্জিলাল। ইউনিটি মালঞ্চের দিরেক্টর দেবাশীষ সরকার এছাড়াও থাকছেন শান্তিপুরের একজন বর্ষীয়ান গুনি অভিনেতা বীরেশ্বর বোস।

প্রত্যেকটি নাটক সর্বোচ্চ ৬০ মিনিট সময়সীমার হতে পারে। এছাড়াও প্রত্যেকটি নাট্য দলকে ১৫ মিনিট বারতি সময় দেওয়া হবে মঞ্চ সাজানো এবং মঞ্চ খালি করার জন্য। সর্ব মোট ৭৫ মিনিট হলেও নাটকটি ৬০ মিনিটের মধ্যে তাদের সম্পন্ন করা বাধ্যতামূলক বলেই জানালেন সংস্থার উদ্যোক্তারা। সোশ্যাল মিডিয়ায় এই প্রতিযোগিতার খবর জানাজানির পরেই ৭০ থেকে ৭২টি আবেদন জমা পড়ে যার মধ্যে থেকে বেঁচে ১৫টি দলকে নেওয়া হয়েছে। যারা এই তিন দিন মঞ্চস্থ করা হবে তাদের নাটক।

মৈণাক দেবনাথ