উত্তর ২৪ পরগণা, দক্ষিণবঙ্গ, লাইফস্টাইল Caterpillar Itchiness Treatment: শুঁয়োপোকার হুল শরীরে ফুটলে কী করবেন? কী করলে দ্রুত কমবে চুলকানি ও ফোলাভাব Gallery October 28, 2024 Bangla Digital Desk হেমন্ত থেকে শীতের পর্যন্ত গ্রাম বাংলায় বিভিন্ন গাছ-গেছে একটু বেশি শুঁয়োপোকার উপদ্রব দেখা মেলে। আর এটি শরীরে লাগলে শুরু হয় তীব্র জ্বলন। শুঁয়োপোকার হুল কোনভাবে গায়ে লাগলে যন্ত্রণার শেষ থাকেনা। এটি ত্বকে লাগলেই রোঁয়াগুলি আটকে গিয়ে ফুলে যায়। এর ফলে শুরু হয় তীব্র চুলকানি ও যন্ত্রণা। শুঁয়োপোকার যন্ত্রণা থেকে বাঁচতে প্রাথমিক অবস্থায় বেশ কিছু ঘরোয়া টিপস মেনে চললে পাবেন দারুণ উপকার। এর ফলে কমবে কমবে চুলকানি ও লাল ফোলাভাব। চিকিৎসক অনুপম ভট্টাচার্য জানান, শুয়োপোকা গায়ে লাগলে প্রথমে উচিত। ত্বক থেকে ভালোমতো হুলগুলো তুলে ফেলা। এরপর ঠান্ডা জল এবং সাবান দিয়ে ধুয়ে ফেলুন। চুন শুঁয়োপোকার রোঁয়া দূর করতে দারুণ উপকারী। চুনের ক্ষারীয় গুণ রোঁয়ার বিষ দূর করে। এর ফলে ত্বকের ওই অংশে চুলকানি কমে যায়। শুয়োপোকার হুলের যন্ত্রণা থেকে বাঁচতে দারুন উপাদেয় পুই পাতা। এটি এই সমস্যায় মোক্ষম ওষুধ। এই পাতা ত্বকের ওই অংশে ঘষলে রোঁয়াগুলি ধীরে ধীরে উঠে আসে।