কলকাতা Sandip Ghosh-RG Kar Case: আরজি কর কাণ্ডে বিরাট মোড়! সন্দীপ ঘোষের করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের! কী ঘটল জানেন? Gallery October 28, 2024 Bangla Digital Desk কলকাতা: সন্দীপ ঘোষের ফিক্সড ডিপোজিট ভাঙানো মামলায় এবার সিবিআইকে মামলায় সংযুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ৩০ অক্টোবরের মধ্যে সিবিআইকে এই বিষয় একটি রিপোর্ট আদালতে পেশ করতে নির্দেশ দিয়েছে আদালত। ওই দিন মামলার পরবর্তী শুনানি। নির্দেশ বিচারপতি শুভেন্দু সামন্তের। আর্থিক সঙ্কট চলছে, আইনজীবীর টাকা দিতে হিমশিম অবস্থা হচ্ছে! ব্যাঙ্কে নিজের ফিক্সড ডিপোজিট ভাঙাতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ব্যাঙ্ক থেকে ২০ লক্ষ টাকা তুলতে চেয়ে একাধিক স্থায়ী আমানত ভাঙাতে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন তিনি। আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ তিনি৷ তার উপরে চিকিৎসক৷ কিন্তু জেলবন্দি হয়ে কার্যত টানাটানির অবস্থা সন্দীপ ঘোষের৷ পরিস্থিতি এমনই যে আইনজীবীর পারিশ্রমিকও দিতে হিমশিম খাচ্ছে সন্দীপ ঘোষের পরিবার৷ শেষ পর্যন্ত ব্যাঙ্কে জমা থাকা ফিক্সড ডিপোজিট ভাঙিয়ে পরিস্থিতি সামাল দিতে চান সন্দীপ ঘোষ৷ তার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ৷ হাইকোর্টে করা আবেদনে সন্দীপ ঘোষ জানিয়েছেন, তিনি জেল বন্দি থাকায় তাঁর সই পাচ্ছে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ তাই ২০ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট থাকলেও তা ভাঙানো সম্ভব হচ্ছে না৷ প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেই আদালতের দ্বারস্থ হয়েছেন সন্দীপ ঘোষ৷ এবার সেই মামলাতেই সিবিআইয়ের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট।