পাক ক্রিকেটে ডামাডোল, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই বাবরদের কোচের পদ ছাড়লেন গ্যারি কার্স্টেন

Gary Kirsten Resigns: পাক ক্রিকেটে ডামাডোল, দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই বাবরদের কোচের পদ ছাড়লেন গ্যারি কার্স্টেন!

নয়াদিল্লি: পাকিস্তান ক্রিকেট দলের মধ্যে ফের ডামাডোল। ২০১১ সালে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জেতানোর জন্য পরিচিত দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি কোচ গ্যারি কার্স্টেন এবার পাকিস্তানের কোচের পদ থেকে সড়ে দাঁড়ালেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে সীমিত ওভারের ক্রিকেটের কোচ হিসাবে নিয়োগ করেছিল। মাত্র ৬ মাসও তিনি দলের সাথে থাকতে পারেননি এবং শেষমেশ এই পদটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।কার্স্টেন পিসিবির আচরণ নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং এ বিষয়ে  অসন্তোষ প্রকাশ করেছেন।

আরও পড়ুন: সব আশা শেষ নয়, অস্ট্রেলিয়ায় দেশকে জেতাতে কামব্যাক করবেন ভারতী তারকা!

ইএসপিএন ক্রিকইনফোর মতে, কার্স্টেন পাকিস্তানের টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি এবং পিসিবির সাথে মতবিরোধের কারণে পদত্যাগ করেছেন। তিনি পাকিস্তানের ওয়ানডে ও টি২০ দলের প্রধান কোচ পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন। এ বছর এপ্রিল মাসে পিসিবি তার সাথে দুই বছরের চুক্তি করেছিল, কিন্তু তা বাতিল করার সিদ্ধান্ত নিওয়া হয়েছে। মাত্র ছয় মাস গ্যারি পাক দলের কোচের ভূমিকা পালন করতে পেরেছেন। পাকিস্তানের অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার এক সপ্তাহ আগে তিনি পদত্যাগ করেছেন। যা নিঃসন্দেহে পাক টিমের জন্য বড় ধাক্কা৷

পিসিবি ঘোষণা করেছে যে পাকিস্তানের টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি অস্ট্রেলিয়া সফরের সময় কার্স্টেনের ভূমিকা পালন করবেন৷ ওই দেশে ছয়টি সাদা বলের ম্যাচ খেলা হবে। পাকিস্তানের নতুন নিয়োগপ্রাপ্ত কোচ, কার্স্টেনের সঙ্গে গিলেস্পির এবং পিসিবির  মতবিরোধ অনেকদিন ধরেই চলছিল। তাই এমন পরিস্থিতি যে হবে তা একপ্রকার জানাই ছিল৷

আরও পড়ুন: ভারতের এমন লজ্জার হার কেন? চোখে আঙুল দিয়ে দেখালেন সৌরভ, বললেন ‘বড় কারণ’

পাক বোর্ড দল নির্বাচনের সময় কোচ গ্যারিকে অন্ধকারেই রেখে দিত৷ কোনও সিরিজের জন্য দলের নির্বাচন করার অধিকার শুধুমাত্র নির্বাচক কমিটির হাতে ছিল, যেখানেও কোচ গ্যারি কিছুই করতে পারতেন না। গিলেস্পি ইংল্যান্ডের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে তৃতীয় টেস্টের আগে এই ঘটনা নিয়ে অসন্তোষও প্রকাশ করেছিলেন।