অনুব্রত মণ্ডল

Anubrata Mondal: বীরভূমে কবে বসবে কোর কমিটির বৈঠক? অনুব্রত ফেরার পর থেকেই উঠছে প্রশ্ন

বীরভূমঃ বীরভূমের তৃণমূলের কোর কমিটি নিয়ে চলছে ধোঁয়াশা। সূত্রের খবর, কমিটি ভাঙবে না। কারণ, কোর কমিটি অনুব্রতের অনুপস্থিতিতে যে কাজ করেছে এই দু’বছরে, তাঁকে অস্বীকার করা যায় না। দলের বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, জেলা সভাপতি হিসেবে অনুব্রতকে এই ব্যবস্থার সঙ্গে মিলেমিশেই কাজ করতে হবে। জেলায় সংগঠন কার হাতে থাকবে, অনুব্রত, না কি তাঁর অনুপস্থিতিতে গড়া কোর কমিটির। অনুব্রত মণ্ডল বীরভূমে ফেরা ইস্তক এই প্রশ্নই প্রতিদিন ঘুরছে জেলা তৃণমূলের অন্দরে।

আরও পড়ুনঃ ভোর রাতে ‘বন্ধুকে’ বাড়ি থেকে ডেকে নিয়ে কোপ! চলল গুলিও! রক্তারক্তি কাণ্ড শিয়ালদহতে

কোর কমিটির বৈঠকে বসার কথা আছে প্রতি মাসে চারবার করে। কিন্তু সেই বৈঠক হচ্ছে না কেন? এই প্রশ্ন তুলেছেন কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ। এর পরেই অবশ্য বীরভূমের কোর কমিটির অন্যতম আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী জানিয়েছেন, ‘কালীপুজো-ভাইফোঁটা মেটার পরেই বসবে কোর কমিটি।’ সূত্রের খবর, কমিটি ভাঙবে না। কারণ, কোর কমিটি অনুব্রতের অনুপস্থিতিতে যে কাজ করেছে এই দু’বছরে, তাকে অস্বীকার করা যায় না। দলের বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, জেলা সভাপতি হিসেবে অনুব্রতকে এই ব্যবস্থার সঙ্গে মিলেমিশেই কাজ করতে হবে। আপাতত ভারসাম্যের পথেই হাঁটতে চলেছে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি মনে করিয়ে দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বর তরফে সকলকে সঙ্গে নিয়েই কোর কমিটি এগোবে। সকলকে সঙ্গে নিয়েই কাজ করতে হবে।

২০২২ সালের অগাস্টে গরুপাচার মামলায় সিবিআইয়ের হাতে অনুব্রত গ্রেফতার হওয়ার পরেই জেলায় কিছুটা বেকায়দায় পড়েছিল তৃণমূলের সংগঠন। ’২৩-এর জানুয়ারিতে জেলা সফরে এসে ৯ সদস্যের কোর কমিটি গড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটির নেতৃত্বে পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা ভোটে ভাল ফল করে তৃণমূল। ফলে অনুব্রত মন্ডল ফিরে আসায় কী হবে সেই কমিটির তা নিয়ে প্রশ্ন সকলের। তাই জেলার ভাল ফল ধরে রাখতে সকলকে একসঙ্গে চলার বার্তা দিয়ে রেখেছে দলের শীর্ষ নেতৃত্ব। কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায়চৌধুরী বলেন, “কালীপুজোর পর কোর কমিটির বৈঠকে হওয়ার কথা আছে ৷ আর বিজয়া সম্মিলনী সব জায়গায় হচ্ছে ৷ তার সূচি আগেই তৈরি হয়ে গিয়েছে। সবাইকে ডাকাও হচ্ছে। বিতর্কের কিছু নেই ।”