মুর্শিদাবাদ: নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে উন্মাদনার ছবি হরিহরপাড়ায়। মুঠো ফোন ছেড়ে গ্রামের মানুষ মেতে উঠলেন ভৈরব নদীতে নৌকা-বাইচে। হরিহরপাড়া থানার সুন্দলপুর ফেরিঘাটে নৌকা বাইচ প্রতিযোগিতার উৎসাহে নিতে সামিল ৮ থেকে ৮০ সকলেই। মুলত প্রাচীন প্রতিযোগিতা হল নৌকা বাইচ। এবার ৪৯ তম বর্ষে এই নৌকা বাইচ প্রতিযোগিতা।
এদিন প্রতিযোগিতায় মুর্শিদাবাদ ও নদীয়া মিলিয়ে প্রায় ৫টি দল অংশ নিয়েছিল। ভৈরব নদীর একদিকে হরিহরপাড়া অন্যদিকে ডোমকল থানা এলাকা। এই প্রতিযোগিতা দেখতে দুই থানার সাধারণ মানুষ ভৈরবের দু’ধারে ভিড় জমান। প্রতিযোগিতায় উপস্থিত হয়ে খুশি এলাকার সাংসদ আবু তাহের খান থেকে বিধায়কও।
আরও পড়ুন: আহ্লাদে আটখানা পড়ুয়ারা! পড়াশোনার পাশাপাশি এবার বহরমপুরের স্কুল ছাত্রীদের জন্য বিশেষ আয়োজন
আয়োজকরা জানান, ৫টি দল অংশ নিলেও প্রতিটি নৌকায় ২৬ জন করে প্রতিযোগী অংশ নিয়েছে। কিছুদিন আগে এই ভৈরব নদীতে ডিঙা বাইচ প্রতিযোগিতা হয়েছে, এবার নৌকা বাইচ হওয়ায় এলাকার বাসিন্দারাও বেজায় খুশি। এদিন প্রতিযোগিতা দেখতে ভৈরব নদীর দুধারে ভিড় জমান উৎসাহী মানুষ। প্রশাসনিক ভাবেই ভৈরব নদীতে ছিল কড়া প্রহরাও। এদিন নৌকা বাইচ প্রতিযোগিতা ঘিরে এলাকায় ছিল উৎসবের মেজাজ। এই নৌকা বাইচ উপলক্ষে গ্রামে মেলা বসে। এক সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে অনেক দূর থেকে নৌকা নিয়ে বহু মানুষ আসতেন। গ্রামের ঐতিহ্য বজায় রাখতে তাঁরাই মূলত এই বাইচে অংশগ্রহণ করেন।
ক্লাবের সদস্যরা জানান, এই এলাকায় ক্রিকেট ও ফুটবল খেলার মাঠ নেই, এই এলাকা নদী কেন্দ্রিক। তাই আমরা নদীতে জল কমার সঙ্গে সঙ্গে নৌকা বাইচের প্রতিযোগিতা করে এলাকার মানুষজনদের মনোরঞ্জন দেওয়া হয়েছে। এলাকাতে টানা ৪৯ বছর ধরে চলে আসছে নৌকা-বাইচ প্রতিযোগিতা। আজকের এই প্রতিযোগিতায় নদী কেন্দ্রিক এলাকার ছোট, বড় ও নৌকা নিয়ে বিভিন্ন প্রতিযোগী তারা অংশগ্রহণ করে। এই খেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের ক্লাবের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।
কৌশিক অধিকারী